কংগ্রেসশাসিত ভারতের পাঞ্জাব রাজ্যের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং পদত্যাগ করেছেন। রাজ্যের বিধানসভা নির্বাচনের পাঁচ মাস আগে মন্ত্রীত্ব ছেড়েছেন তিনি।
শনিবার বিকেলে রাজভবনে গিয়ে রাজ্যপাল বনওয়ারিলাল পুরোহিতের কাছে গিয়ে নিজের পদত্যাগপত্র জমা দেন অমরিন্দর সিং।
ভারতের একাধিক সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, কংগ্রেসের অভ্যন্তরীণ কোন্দলের জেরে পদত্যাগ করেছেন অমরিন্দর সিং।
পদত্যাগপত্র জমা দেওয়ার পর অমরেন্দ্র সিং জানান, কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীর সঙ্গে দেখা করে পদত্যাগ করার সিদ্ধান্তের কথা জানিয়েছেন তিনি।
৭৯ বছর বয়সী কংগ্রেসের এ নেতা বলেন, ৫২ বছর ধরে রাজনীতি করছি। সাড়ে ৯ বছর ধরে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছি। কিন্তু যেভাবে রাজনীতি চলছে, তাতে আমি চূড়ান্ত অপমানিত ও অসম্মানিত বোধ করছি। দলনেত্রীকে সব জানানোর পর বলেছি, এ অবস্থায় মুখ্যমন্ত্রী থাকতে পারছি না।
তিনি আরও বলেন, গত দুই মাসে কংগ্রেসের নেতৃবৃন্দের দ্বারা তিনবার অপমানের শিকার হয়েছি। তারা বিধায়কদের দিল্লিতে দুইবার ঢেকে নিয়েছে। আজও বিধায়কদের নিয়ে বৈঠকের আহ্বান করেছে। দৃশ্যত আমার উপর কংগ্রেসে নেতাদের আর বিশ্বাস নেই। তারা মনে করে আমি আমার দায়িত্ব পালন করতে আর সক্ষম নই।
এদিকে রোববারের মধ্যেই পাঞ্জাবের পরবর্তী মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা করতে পারে কংগ্রেস হাইকমান্ড। তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী।
পাঞ্জাবের পরবর্তী মুখ্যমন্ত্রী হওয়ার দৌড়ে সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে রাজ্যের সাবেক কংগ্রেস সভাপতি সুনীল জাখরের নাম। এছাড়া কংগ্রেসের রাজ্যসভার সাংসদ অম্বিকা সোনি এবং রাজ্যের কংগ্রেস সভাপতি নভজ্যোত সিং সিধুর নামও শোনা যাচ্ছে।