ভারতে গ্রেপ্তার হওয়া প্রশান্ত কুমার হালাদার পি কে হালাদারের আরও ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন দেশটির আদালত। খবর চ্যানেল২৪ এর।
প্রথম দফায় ৩ দিনের রিমান্ড শেষে আজ তাকে আদালতে হাজির করা হয়। এরপর শুনানি শেষে আদালত ১০ দিনের রিমান্ডের আদেশ দেন।
কোটি কোটি টাকা আত্মসাৎ করে ভারতের পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনার অশোকনগরে গা ঢাকা দিয়েছিলেন বাংলাদেশি আর্থিক প্রতিষ্ঠান ও ব্যাংকের শীর্ষ কর্মকর্তা প্রশান্ত কুমার (পি কে) হালদার।
ভারতে তিন দিনের রিমান্ডে পি কে হালদার
তিনি শিবশংকর হালদার নামে নিজেকে ভারতীয় নাগরিক হিসেবে পরিচয় দিতেন। বানিয়ে ফেলেছিলেন ভারতীয় ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, রেশন কার্ডসহ বিভিন্ন ভারতীয় নথি।
সেখানে তিনি নিয়মিত ভোট দিতেন, নিযুক্ত ছিলেন সরকারি চাকরিতেও। কিন্তু গত ১৪ মে ভারতের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) হাতে ধরা পড়েন তিনি।