ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন বন্ধে নানা তৎপরতার অংশ হিসেবে এবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান। এ সময় তারা দীর্ঘ ৩০ মিনিট ধরে কথা বলেন। খবর ফক্স নিউজের।
টেলিফোনে ইউক্রেনে সামরিক অভিযান বন্ধের বিষয়ে শর্ত পূরণের কথা বলেন পুতিন। তিনি বলেন, “ইউক্রেনকে যেসব শর্ত দেয়া হয়েছে, সেগুলো পূরণ করলেই সেখানে সামরিক অভিযান বন্ধ হবে।”
পুতিন ও এরদোয়ানের মধ্যে ফোনালাপের সময় সেখানে উপস্থিত ছিলেন, তুর্কি প্রেসিডেন্টের উপদেষ্টা ও মুখপাত্র ইব্রাহিম কালিন। পরে তিনি গণমাধ্যমকে এ কথা নিশ্চিত করেন। তবে শর্তগুলোর বিষয়ে বিস্তারিত কিছু বলেননি ইব্রাহিম কালিন।
এদিকে, এর আগে পুতিন যে ছয়টি শর্তের কথা বলেছিলেন তা হলো-
১. ইউক্রেন কখনোই ন্যাটোর সদস্য হতে পারবে না এবং নিরপেক্ষতার অবস্থান বজায় রাখতে হবে।
২. ক্রিমিয়াকে রাশিয়ার অঞ্চল হিসেবে স্বীকৃত দিতে হবে।
৩. ডোনেটস্ক এবং লুহানস্ককে স্বাধীন হিসেবে স্বীকৃতি দিতে হবে।
৪. রাশিয়ার জন্য হুমকি এমন যেকোনও অস্ত্র ইউক্রেনকে সমর্পণ করতে হবে।
৫. ইউক্রেনকে নাৎসি মতবাদ থেকে বেরিয়ে আসতে হবে।
৬. ইউক্রেনে দ্বিতীয় সরকারি ভাষা হয়ে উঠেছে রুশ ভাষা। সুতরাং এর ব্যবহার নিষিদ্ধ করে এমন যেকোনও আইন বাতিল করতে হবে।
সাবেক সোভিয়েত ইউনিয়নের দেশ ইউক্রেনে সামরিক অভিযান চালাচ্ছে বিশ্বের দ্বিতীয় পরাশক্তি রাশিয়া। গত ২৪ ফেব্রুয়ারি ভোর থেকে এই অভিযান শুরু হয়। এরই মধ্যে শুক্রবার ২৩তম দিনে গড়িয়েছে অভিযান। বিগত ২২ দিনে ইউক্রেনের বেশ কয়েকটি নগরী দখলে নিয়েছে রুশ বাহিনী। সূত্র: ফক্সনিউজ