রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ‘গুরুতর অসুস্থ’, সাবেক বৃটিশ গুপ্তচর ক্রিস্টোফার স্টেলি সম্প্রতি এ দাবি করেছেন। তার দাবি, শুধু ইউক্রেন যুদ্ধের জন্যই নয়, তিনি শারীরিকভাবেও ‘গুরুতর অসুস্থ’। খবর এনডিটিভি’র।
স্টেলি জানান, রাশিয়ায় থাকা বিভিন্ন সোর্স নিশ্চিত করেছে যে, পুতিনের শারীরিক অবস্থা খুবই নাজুক। ২০১৬ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারে রুশ হস্তক্ষেপের অভিযোগ তুলে আলোচনায় এসেছিলেন ক্রিস্টোফার।
খবরে বলা হয়, আগে থেকেই পুতিনের শারীরিক অসুস্থতা নিয়ে পশ্চিমা গণমাধ্যমে নানা জল্পনা কল্পনা চলছিল। এবার ব্রিটিশ গণমাধ্যম স্কাই নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে ক্রিস্টোফার স্টেলিও একই ধরনের দাবি করলেন।
তার মতে, পুতিনের শারীরিক অবস্থা ভীষণ সঙ্কটজনক। তবে তিনি কী রোগে ভুগছেন তা নিশ্চিত হওয়া যায়নি। তাছাড়া এই রোগ নিরাময়যোগ্য কিনা তাও জানা যায়নি।
এর আগেও গুজব রটেছিল পুতিন আসলে ব্লাড ক্যান্সারে আক্রান্ত
সম্প্রতি রুশ প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শইগুর সঙ্গে একটি বৈঠকে পুতিনকে বেশ অসুস্থ মনে হয়। ভিডিওতে দেখা যায়, রুশ প্রেসিডেন্ট তার চেয়ারটিকে টেবিলের কাছাকাছি এনে শক্তভাবে বসে আছেন।