প্রচ্ছদ ›› আন্তর্জাতিক

পূর্ব ইউক্রেনের রেলস্টেশনে রুশ রকেট হামলায় নিহত ৩০

আন্তর্জাতিক ডেস্ক
০৮ এপ্রিল ২০২২ ১৪:৪৬:২৭ | আপডেট: ২ years আগে
পূর্ব ইউক্রেনের রেলস্টেশনে রুশ রকেট হামলায় নিহত ৩০

পূর্ব ইউক্রেনের ক্রামতোর্স্কের একটি রেলস্টেশনে দু’টি রুশ রকেট হামলায় ৩০ জন নিহত হয়েছে। এতে আহত হয়েছে আরও শতাধিক। খবর রয়টার্সের।

স্টেশনটি রাশিয়ান বাহিনীর বোমাবর্ষণের অধীনে থাকা এলাকা থেকে বেসামরিক লোকদের সরিয়ে নিতে ব্যবহৃত হয়।

ইউক্রেনীয় রেলওয়ে এক বিবৃতিতে বলেছে, ‘ক্রামতোর্স্ক রেলওয়ে স্টেশনে দু’টি রকেট আঘাত হেনেছে। এতে হতাহতের ঘটনা ঘটেছে।’ এছাড়া তারা আর কোনো তথ্য দেয়নি।

ইউক্রেনীয় রেলওয়ের প্রধানের মতে, লাইনে একটি বিমান হামলার পর বৃহস্পতিবার ইউক্রেনের একই অঞ্চলে সরিয়ে নেয়া তিনটি ট্রেন অবরুদ্ধ করা হয়েছিল। 

ইউক্রেনের কর্মকর্তারা বলছেন, রাশিয়ান বাহিনী একটি নতুন আক্রমণের জন্য পুনরায় সংগঠিত হয়েছে এবং মস্কো রাশিয়ার সীমান্তবর্তী ডনবাস নামে পরিচিত ইউক্রেনের পূর্ব অংশে যতটা সম্ভব দখল করার পরিকল্পনা করছে। 

কিছু এলাকায় স্থানীয় কর্তৃপক্ষ বেসামরিক নাগরিকদের এলাকা ত্যাগের অনুরোধ করছে।