বিশ্বব্যাপী জ্বালানি তেলের দামের টালমাটাল অবস্থার মধ্যে পেট্রোল ও ডিজেলের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে ভারত সরকার।
বৃহস্পতিবার দেশটির কেন্দ্রীয় জ্বালানি মন্ত্রণালয়ের দেওয়া বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
বিবৃতি অনুযায়ী, প্রতি লিটার পেট্রোলে শুল্ক কমানো হয়েছে ৫ রুপি এবং প্রতি লিটার ডিজেলে শুল্ক কমানো হয়েছে ১০ রুপি।
কেন্দ্রীয় জ্বালানি মন্ত্রণালয়ের এক কর্মকর্তার বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, আসন্ন দীপাবলী উৎসব উপলক্ষে জনগণের প্রতি উপহার হিসেবে শুল্ক হ্রাসের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার ভোর থেকে ভারতজুড়ে নতুন মূল্যে ডিজেল ও পেট্রোল বিক্রি হচ্ছে। তবে দেশটির রাজ্যভেদে ডিজেল-পেট্রোলের দামও কিছুটা ভিন্ন ভিন্ন।
জানা গেছে, কলকাতায় আইওসির পাম্পে লিটারপ্রতি পেট্রোলের দাম ৫.৮২ রূপি কমে ১০৪.৬৭ রূপি হয়েছে। ডিজেলের দাম ১১.৭৭ রূপি কমে ৮৯.৭৯ রূপিতে বিক্রি করা হচ্ছে।
এর আগেরদিন দেশটির রাজধানী দিল্লিতে লিটারপ্রতি পেট্রোল বিক্রি হয়েছে ১১০ রুপি এবং ডিজেলের দাম ছিল ৯৮ রুপি। একই দিনে মুম্বাইয়ে পেট্রোল বিক্রি হয় ১১৬ রুপি দরে এবং ডিজেল বিক্রি হয়েছে লিটারপ্রতি ১০৬ রুপিতে।
বৃহস্পতিবার সকালে দাম কমে দিল্লিতে পেট্রোল ১০৫ রুপি এবং ডিজেল ৯৩ রুপি দরে বিক্রি হচ্ছে। তবে মুম্বাইয়ে পেট্রোল বিক্রি হচ্ছে ১১১ রুপি এবং ডিজেল লিটারপ্রতি ১০১ রুপি।