পোল্যান্ড ও বুলগেরিয়ায় গ্যাস সরবরাহ বন্ধ করেছে রাশিয়া। যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা মিত্ররা ইউক্রেনকে আরও উন্নত ও অধিক পরিমাণে সামরিক সহায়তা সরবরাহের প্রতিশ্রুতি দেয়ার একদিন পরে এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে ক্রেমলিন।
বুধবার এ তথ্য নিশ্চিত করেন রুশ গ্যাস সরবরাহকারী প্রতিষ্ঠান গ্যাজপ্রম।
রাশিয়ার গ্যাস সরবরাহ বন্ধের পরেই ইউরোপে গ্যাসের দাম ২৫ শতাংশ বেড়েছে। বেঞ্চমার্ক ডাচ ফিউচার প্রতি মেগাওয়াট ঘণ্টায় প্রায় ১০০ ইউরো থেকে প্রায় ১২৫ ইউরোতে দাড়িয়েছে।
রাষ্ট্র-নিয়ন্ত্রিত রুশ জায়ান্ট গ্যাস সরবরাহকারী প্রতিষ্ঠান গ্যাজপ্রম জানায়, রাশিয়ান মুদ্রা রুবলে অর্থ প্রদান করতে অস্বীকার করায় তারা পোল্যান্ড ও বুলগেরিয়ার সঙ্গে তাদের প্রাকৃতিক গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।
বুলগেরিয়ার প্রধানমন্ত্রী কিরিল পেটকভও গ্যাস সরবরাহ স্থগিত করাকে ‘ব্ল্যাকমেইল’ বলে অভিহিত করেছে। সেই সাথে তাদের (রাশিয়া) দেয়া চুক্তির চরম লঙ্ঘন করেছে।
এদিকে, বুলগেরিয়া ৯০ শতাংশেরও বেশি গ্যাস পায় রাশিয়া থেকে। দেশটির কর্মকর্তারা বলেছেন, তারা অন্য বিকল্প উৎস অনুসন্ধানের কাজ শুরু করেছেন।