প্রচ্ছদ ›› আন্তর্জাতিক

প্যান্ডোরা পেপারসে এবার ঢাকা ও সিলেটের ৩ জনের নাম

টিবিপি ডেস্ক
০৫ মে ২০২২ ১১:২৯:০১ | আপডেট: ২ years আগে
প্যান্ডোরা পেপারসে এবার ঢাকা ও সিলেটের ৩ জনের নাম

আবারও প্যান্ডোরা পেপারসে উঠে এসেছে ৩ বাংলাদেশির নাম। যারা সম্পত্তি কেনা-বেচা ও সম্পদ লুকানো, কর এবং আলাদলতকে ফাঁকি দেয়াসহ নানা অনিয়মের কারণে আর্থিক গোপনীয়তার আশ্রয়স্থল ব্যবহারে জড়িত বলে সন্দেহ করা হচ্ছে।

তারা হলেন- এস হেদায়েত উল্লাহ এবং এস রুমি সাইফুল্লাহ হংকংয়ে ট্রান্সগ্লোবাল কনসালটিং এবং অন্য একটিতে বিনিয়োগ করেছেন এবং শাহেদা বেগম শান্তি জাস লিমিটেড নামে একটি অফ-শোর কোম্পানিতে বিনিয়োগ করেছেন।

আইসিআইজে জানায়, এস হেদায়েত উল্লাহ ও এস রুমি সাইফুল্লাহ বারিধারা ডিওএইচএসের নর্দান রোডের একটি বাড়ির বাসিন্দা এবং শাহেদা বেগম শান্তি সিলেটের শাহজালাল এলাকায় থাকেন।

 

মঙ্গলবার ইন্টারন্যাশনাল কনসোর্টিয়াম অফ ইনভেস্টিগেটিভ জার্নালিস্টস (আইসিআইজে) তাদের অফশোর লিকস ডাটাবেজে প্যান্ডোরা পেপারস তদন্ত থেকে ফাঁস হওয়া তথ্যের একটি নতুন তালিকা প্রকাশ করেছে। তাতে ৯ হাজারের বেশি অফশোর কোম্পানি, ফাউন্ডেশন, ট্রাস্ট এবং অন্যান্য সংস্থার সুবিধাভোগী মালিকদের তালিকা করা হয়েছে। যাদের মধ্যে তিনজন বাংলাদেশকে ট্যাক্স হেভেন ব্রিটিশ ভার্জিন দ্বীপপুঞ্জে অফশোর সত্তা খুলতে তাদের ঠিকানা হিসেবে ব্যবহার করেছেন।

তালিকায় এর আগে ৮ বাংলাদেশি মোহাম্মদ ভাই, সাকিনা মিরালী, নিহাদ কবির, অনিতা রানী ভৌমিক, ইসলাম মঞ্জুরুল, ওয়াল্টার পোলাক, ড্যানিয়েল আর্নেস্টো আইবাত্তি এবং সায়েদুল হুদা চৌধুরীর নাম ছিল।

নতুন এ তালিকাটি ১৯৮০ থেকে ২০১৮ সালের মধ্যে ব্রিটিশ ভার্জিন দ্বীপপুঞ্জে নিবন্ধিত অফশোর সত্তার মালিকদের সম্পর্কে গোপনীয় তথ্য প্রকাশ করেছে।

প্যান্ডোরা পেপারস ২০১৬ সালে প্রকাশিত একটি অনুরূপ প্রকল্পের ফলো-আপ যা “পানামা পেপারস” নামে একই সাংবাদিক সংগঠনের সংকলিত।