নির্বাচনের ঠিক ১০ দিন আগে নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়ার সময় গুলিবিদ্ধ হয়ে নিহত হলেন ইকুয়েডরের রাষ্ট্রপতি প্রার্থী ফার্নান্দো ভিলাভিসেনসিও।
বিবিসি জানিয়েছে, ৯ আগস্ট বুধবার ইকুয়েডরের রাজধানী কুইটোতে একটি প্রচার সমাবেশে অংশ নেওয়ার সময় দেশটির রাষ্ট্রপতি প্রার্থী ফার্নান্দো ভিলাভিসেনসিও গুলিবিদ্ধ হয়ে নিহত হন। ওই হামলায় আরও কয়েকজন গুরুতর আহত হয়েছেন।
তার প্রচারাভিযান দলের একজন সদস্য স্থানীয় মিডিয়াকে বলেন, ভিলাভিসেনসিও যখন গাড়িতে উঠছিলেন তখন এক ব্যক্তি এগিয়ে এসে তার মাথায় গুলি করে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ৫৯ বছর বয়সী ভিলাভিসেনসিওকে তিনবার গুলি করা হয়।
বর্তমান প্রেসিডেন্ট গুইলারমো ল্যাসো বলেন, অপরাধের শাস্তি মাফ হবে না। দেশটির অ্যাটর্নি জেনারেল একটি সোশ্যাল মিডিয়া পোস্টে জানান, নিরাপত্তার স্বার্থে গুলি বিনিময়ের সময় সন্দেহভাজন ব্যক্তিকেও গুলি করা হয়। পরে আঘাতের কারণে মারা যান ওই ব্যক্তি।
ইকুয়েডরের রাষ্ট্রপতি নির্বাচনের প্রথম দফা আগামী ২০ আগস্ট অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। প্রেসিডেন্ট প্রার্থী ভিলাভিসেনসিও দেশটির একজন সাবেক আইনপ্রণেতা।