ইউক্রেনে আক্রমণ শুরু করার পর থেকে রাশিয়ার প্রতিরক্ষা ব্যয় উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। তারই ধারাবাহিকতায় দেশটি তাদের এক দিনে বৃহত্তম ঋণ ইস্যু করেছে বলে জানিয়েছে ব্রিটেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়। খবর ভয়েস অব আমেরিকা।
ব্রিটেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের গোয়েন্দা তথ্যে বলেছে, ২০২৩ সালে রাশিয়া তাদের ‘প্রতিরক্ষা ব্যয়’ মেটানোর জন্য ১ হাজার ৩৬০ কোটি ডলার সংগ্রহ করেছে। এটি তাদের গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা ব্যবস্থা হিসেবে বর্ণনা করা হয়েছে।’
২০২৩ সালের জন্য রাশিয়া ৮ হাজার ৪০০ কোটি ডলারের প্রতিরক্ষা বাজেট ঘোষণা করেছে। এই সংখ্যা ২০২১ সালে ঘোষিত ২০২৩ সালের প্রাথমিক বাজেট থেকে ৪০ শতাংশেরও বেশি।
এদিকে, রাজধানী কিয়েভে ইউক্রেনের কর্তৃপক্ষ এমন সময়ে একটি পূর্ণ ‘শাটডাউনে’র বিষয়ে সতর্ক করছে।
ইউক্রেনের প্রধানমন্ত্রী ডেনিস শামিহাল জানিয়েছেন, রাশিয়ার বিমানহামলায় কিয়েভের বৈদ্যুতিক গ্রিডের ব্যাপক ক্ষতি হয়েছে। সেই সাথে উত্তরের কিয়েভ থেকে শুরু করে দক্ষিণের ওডেসাসহ ইউক্রেনের একাধিক জায়গায় হামলা অব্যাহত রেখেছে রাশিয়া।
তিনি বলেন, ১৫ নভেম্বর রাশিয়া ইউক্রেনের শহরগুলোতে প্রায় ১০০টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। ফলে, আমাদের বিদ্যুৎ ব্যবস্থার প্রায় অর্ধেক অকার্যকর হয়ে পড়েছে।