প্রচ্ছদ ›› আন্তর্জাতিক

প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত হিসেবে এপির ভিপি হলেন সাঈদ

নিজস্ব প্রতিবেদক
২৫ জানুয়ারি ২০২৩ ১৬:০৯:০৮ | আপডেট: ২ years আগে
প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত হিসেবে এপির ভিপি হলেন সাঈদ

মার্কিন বার্তা সংস্থা দ্য অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) ডিজিটাল প্ল্যাটফর্মের প্রথম ভাইস প্রেসিডেন্ট (ভিপি) হিসেবে নিয়োগ পেয়েছেন সাঈদ আহমেদ। তিনি প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত হিসেবে এ পদে কাজ করবেন।

মঙ্গলবার সাঈদের নিয়োগের বিষয়টি নিশ্চিত করেছেন এপির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এবং এক্সিকিউটিভ এডিটর জুলি পেস।

জুলি পেস বলেন, সাইদ আহমেদ একজন উদ্ভাবনী এবং অত্যন্ত অভিজ্ঞ ডিজিটাল নিউজ লিডার। ডিজিটাল প্ল্যাটফর্মের জন্য নিউজের প্রথম ভাইস প্রেসিডেন্ট হিসেবে তিনি এপিতে যোগ দিচ্ছেন।

বিশ্বমানের সাংবাদিকতাকে আরও আধুনিক উপায়ে আরও মানুষের কাছে নিয়ে আসার লক্ষ্য নিয়ে সাইদ কাজ করবেন বলেও আশা প্রকাশ করেন তিনি।

সংযুক্ত আরব আমিরাতে বেড়ে ওঠেন বাংলাদেশে জন্মগ্রহণকারী সাঈদ এবং পরে মোরহাউস কলেজে পড়ার জন্য যুক্তরাষ্ট্রে চলে আসেন। বর্তমানে তিনি জর্জটাউন বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করছেন।

আগামী ৬ ফেব্রুয়ারি তার এপিতে যাত্রা শুরুর কথা রয়েছে। আশা করা হচ্ছে, জর্জটাউন ইউনিভার্সিটিতে শিক্ষকতা শেষ করে এপির নিউইয়র্ক সদর দফতর থেকে কাজ শুরু করবেন।

এর আগে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি ও মার্কিন গণমাধ্যম সিএনএনের যুক্ত ছিলেন সাঈদ আহমেদ।