প্রচ্ছদ ›› আন্তর্জাতিক

প্রথমবার মুখোমুখি যুক্তরাষ্ট্র-তালিবান, নতুন আশা

আন্তর্জাতিক ডেস্ক
১০ অক্টোবর ২০২১ ১০:৩৯:৩০ | আপডেট: ৩ years আগে
প্রথমবার মুখোমুখি যুক্তরাষ্ট্র-তালিবান, নতুন আশা

অবশেষে একই বৈঠকে মুখোমুখি হলো যুক্তরাষ্ট্র ও তালিবান। আফগানিস্তানে ফের ক্ষমতায় আসা ইসলামপন্থি এ দলটি গেলো আগস্টে সরকারি বাহিনীকে হটিয়ে রাষ্ট্র ক্ষমতায় আসে, এরই মধ্যে সরকারও গঠন করেছে ২০ বছর আগে ক্ষমতা হারানো তালিবান।

আলজাজিরার খবরে বলা হয়, শীর্ষ এক আফগান কূটনীতিকের মতে, কাতারে আলোচনার সূত্রে তালেবান কর্মকর্তা এবং যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা তাদের দেশের সম্পর্কের ক্ষেত্রে একটি নতুন অধ্যায়ের সূচনার বিষয়ে আলোচনা করেছেন।

শনিবার দোহায় অনুষ্ঠিত এ বৈঠক আগস্টে আফগানিস্তান থেকে মার্কিন বাহিনী প্রত্যাহারের পর-২০ বছরের সামরিক উপস্থিতির অবসান এবং তালেবানদের ক্ষমতায় আসার পর প্রথম বৈঠক।

আফগানিস্তানের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী মোল্লা আমির খান মুত্তাকি বলেন, আফগান প্রতিনিধি দলের আলোচনার কেন্দ্রবিন্দু ছিল মানবিক সাহায্য, সেইসাথে গত বছর তালেবানরা ওয়াশিংটনের সাথে যে চুক্তি স্বাক্ষর করেছিল তা বাস্তবায়ন করে যা চূড়ান্ত মার্কিন প্রত্যাহারের পথ সুগম করা।

মন্ত্রী বলেন, আফগান প্রতিনিধি দল যুক্তরাষ্ট্রকে আফগানিস্তানের কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করার আহ্বান জানিয়েছে। তিনি আরও জানান, আফগান জনগণকে কোভিড-১৯ এর টিকা দেবে যুক্তরাষ্ট্র।

তালিবান প্রতিনিধি দল পরে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদের সঙ্গেও দেখা করবে বলে জানান মোল্লা আমির।

ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, আফগানিস্তান তার আর্থিক সমস্যা সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের দিকে তাকিয়ে আছে। আপনি এমন একটি দেশের দিকে তাকিয়ে আছেন যা স্থলভাগে মানবিক সঙ্কটের সাথে আন্তর্জাতিক সাহায্যের উপর নির্ভরশীল।

তিনি বলেন, এটি যুক্তরাষ্ট্রকে অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার, তার সম্পদ মুক্ত বা আফগান জাতীয় ব্যাংকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করার আহ্বান জানিয়েছে। এটি করা হলে সরকারি কর্মীদের বেতন এবং আফগান জনগণকে পরিষেবা প্রদান করা যাবে।

তবে এ বৈঠক প্রসঙ্গে যুক্তরাষ্ট্র থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি বলে জানিয়েছে আল জাজিরা।

পররাষ্ট্র দফতরের একজন মুখপাত্র শুক্রবার সন্ধ্যায় বলেছেন, আলোচনাটি তালেবানকে আফগানিস্তানের নেতা হিসেবে স্বীকৃতি বা বৈধতা দেয়ার বিষয়ে নয়, বরং যুক্তরাষ্ট্রের জাতীয় স্বার্থের বিষয়ে বাস্তববাদী আলোচনার ধারাবাহিকতা।

তিনি বলেন, আলোচনায় অগ্রাধিকার দেয়া হবে আফগানিস্তান, মার্কিন নাগরিক এবং আফগানিস্তান থেকে অন্যান্য বিদেশি নাগরিকদের নিরাপদে দেশ ত্যাগের বিষয়ে।

তিনি আরও বলেন, অপর লক্ষ্য ছিল তালেবানদের নারীসহ সকল আফগানের অধিকারের প্রতি শ্রদ্ধা এবং ব্যাপক সমন্বিত সরকার গঠনের আহ্বান জানানো।