পাকিস্তানের পার্লামেন্টে অনাস্থা ভোটে হেরে গিয়ে প্রধানমন্ত্রী পদ ছাড়তে হয়েছে ইমরান খানকে। শূন্য পদে নতুন নেতা নির্বাচন প্রক্রিয়া ইতোমধ্যে শুরু হয়েছে।
রোববার দুপুর ২টা পর্যন্ত পার্লামেন্টে প্রার্থীদের নাম জমা দেয়ার সময় বেধে দিয়েছেন স্পিকার। ইতোমধ্যে বিরোধী নেতা শেহবাজ শরিফের প্রার্থিতা জমা পড়েছে। আর ইমরান খানের দল তেহরিক-ই-ইনসাফ পররাষ্ট্র মন্ত্রী শাহ মাহমুদ কুরেশিকে প্রধানমন্ত্রী পদে মনোনয়ন দিয়েছে।
এর আগে, শনিবার নানা নাটকীয়তার পর গভীর রাতে পাকিস্তানের সংসদের নিম্নকক্ষ জাতীয় পরিষদে বিরোধীদের অনাস্থা ভোটে প্রধানমন্ত্রীর পদ হারিয়েছেন ইমরান খান। দেশটির ৩৪২ সদস্যের সংসদের ১৭৪ জনই ইমরান খানের বিরুদ্ধে ভোট দেয়ায় ক্ষমতাচ্যুত হন তিনি।
দেশটির সংবাদমাধ্যম ডন বলছে, প্রধানমন্ত্রী পদে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য রোববার দুপুর ২টা পর্যন্ত মনোনয়ন পত্র জমা দেয়ার সময় নির্ধারিত ছিল। বিকেল ৩টা পর্যন্ত মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হয়।
নতুন সূচি অনুযায়ী, দেশটির সংসদের নিম্নকক্ষ জাতীয় পরিষদে নতুন প্রধানমন্ত্রী নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে সোমবার দুপুর ২টায়।