প্রচ্ছদ ›› আন্তর্জাতিক

প্রবল বৃষ্টিতে উত্তর ভারতে নিহত ১২

আন্তর্জাতিক ডেস্ক
০৯ জুলাই ২০২৩ ১৭:৫১:০৮ | আপডেট: ২ years আগে
প্রবল বৃষ্টিতে উত্তর ভারতে নিহত ১২

উত্তর ভারতের বিভিন্ন স্থানে প্রবল বর্ষণে গত দুই দিনে অন্তত ১২ জনের মৃত্যু হয়েছে। আগামী দু-একদিন আরও বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।

ইন্ডিয়ান মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট (আইএমডি) দিল্লি, হরিয়ানা, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, রাজস্থান, পাঞ্জাব এবং জম্মু ও কাশ্মীরে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। (খবর এনডিটিভির)।

আইএমডি বলেছে, উত্তর ভারতে একটি পশ্চিমা দুর্যোগ বিরাজ করছে, যার ফলে গতকাল দিল্লিসহ বিভিন্ন এলাকা বৃষ্টিতে তলিয়ে গেছে। মওসুমের প্রথম ভারী বৃষ্টিপাত এটি।

জলাবদ্ধতার কারণে রাজধানী দিল্লির বিভিন্ন স্থানে যানজটের সৃষ্টি হয়েছে। শহরে ২৪ ঘণ্টায় ১৫৩ মিমি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে যা ১৯৮২ সাল থেকে জুলাই মাসে এক দিনে সর্বোচ্চ।

দিল্লি এবং এর পার্শ্ববর্তী এলাকায় রোববারেও ভারী বৃষ্টি অব্যাহত রয়েছে। গুরুগ্রামের বেশ কয়েকটি অংশে জলাবদ্ধতা ও বিদ্যুৎ বিভ্রাট দখা দিয়েছে।

দিল্লিতে ৫৮ বছর বয়সী এক নারী ওপর ফ্ল্যাটের সিলিং ভেঙে পড়ায় মৃত্যুবরণ করেছেন। আর রাজস্থানে অন্তত চারজনের প্রাণহানির খবর পাওয়া গেছে।

উত্তরপ্রদেশের মুজাফফরনগরে রোববার ভোরে প্রবল বৃষ্টিতে ঘর ধসে এক নারী ও তার ছয় বছরের মেয়ের মৃত্যু হয়েছে। হিমাচল প্রদেশের সিমলায় একই ধরনের ঘটনায় একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। জম্মু ও কাশ্মীরে, শনিবার পুঞ্চ জেলায় আকস্মিক বন্যায় ভেসে গিয়ে দুই সেনা সদস্য মারা গেছেন।