প্রচ্ছদ ›› আন্তর্জাতিক

প্রসেনজিতের বোনকে মৃত দেখিয়ে ব্যাংকের সব টাকা লুট

আন্তর্জাতিক ডেস্ক
০১ এপ্রিল ২০২৩ ১৯:৩৯:২৪ | আপডেট: ১ year আগে
প্রসেনজিতের বোনকে মৃত দেখিয়ে ব্যাংকের সব টাকা লুট
তারকা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বোন পল্লবী চট্টোপাধ্যায়

পশ্চিমবঙ্গের জনপ্রিয় তারকা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বোন পল্লবী চট্টোপাধ্যায় মারা গেছেন। এমন তথ্য দেখিয়ে ব্যাংক থেকে তার একাউন্টের সব টাকা লুট করা হয়েছে। খবর আনন্দবাজর।

শরৎ বোস রোডের অ্যাক্সিস ব্যাংকে পল্লবীর মৃত্যুর দাবি করেই তার পাবলিক প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্ট থেকে ৯ লাখ ১৭ হাজার টাকা লুট করা হয়েছে।

ভারতীয় গণমাধ্যমে অভিনেত্রী বলেন, অ্যাক্সিস ব্যাংকে আমার একটি পিপিএফ ফান্ড ছিল। দীর্ঘদিন ধরেই সেখানে টাকা সঞ্চয় করছি আমি। হঠাৎ ব্যাংক মারফতে জানতে পারি, আমার প্রভিডেন্ট ফান্ডের সব সঞ্চিত টাকা উধাও হয়ে গেছে। এমনকি আমাকে মৃত দাবি করেই অ্যাকাউন্ট থেকে ওই টাকা তুলে নেওয়া হয়েছে।

তিনি বলেন, আমি ব্যাংকের কাছে জানতে চাই, আমি যদি মৃত হই, তা হলে তো আমার ডেথ সার্টিফিকেট দেখাতে হবে। সেটা কোথায়? কিন্তু এর কোনো জবাব পাইনি। আসলে এটা অনেক বড় জালিয়াতির চক্র চলছে।

ওই ঘটনা জানার পর ইতোমধ্যে আমি কড়েয়া থানায় এফআইআর দায়ের করেছি। এর পর ব্যাংকের পক্ষ থেকে আমাকে জানানো হয়েছে, আগামী ১৭ এপ্রিলের মধ্যে উধাও হয়ে যাওয়া টাকা ফেরত দেওয়া হবে। তবে ওই টাকা আদৌ ফেরত পাবেন কিনা, সে নিয়ে ব্যাপক সন্দেহ রয়েছে অভিনেত্রীর।

তবে কেন্দ্রের দ্বারা নিয়ন্ত্রিত একটা ব্যবস্থায় আমার সঙ্গে এত বড় জালিয়াতি হয়েছে। হয়তো আরও অনেকের সঙ্গেই হচ্ছে, আমরা সেগুলো জানতে পারছি না। এমন প্রতারণায় সত্যি আমি বিস্মিত।