প্রচ্ছদ ›› আন্তর্জাতিক

প্রায় ৬ হাজার রুশ সেনা হত্যার দাবি ইউক্রেনের

আন্তর্জাতিক ডেস্ক
০২ মার্চ ২০২২ ১৭:১৯:২৫ | আপডেট: ২ years আগে
প্রায় ৬ হাজার রুশ সেনা হত্যার দাবি ইউক্রেনের

আলোচনার পরও থামার কোনো লক্ষণ নেই ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন। চলমান এ যুদ্ধে এখন পর্যন্ত ৫ হাজার ৮৪০ রুশ সেনাকে হত্যার দাবি করেছে ইউক্রেনের সামরিক বাহিনী।

বুধবার এক ফেসবুক পোস্টে এ দাবি করা হয় বলে জানায় বিবিসি।

সামরিক বাহিনীর ওই পোস্টে দাবি করা হয়, এখন পর্যন্ত রাশিয়ার ৫ হাজার ৮৪০ সেনাকে হত্যা করা হয়েছে। ভূপাতিত করা হয়েছে রাশিয়ার ৩০টি বিমান ও ৩১টি হেলিকপ্টার।

পোস্টে আরও দাবি করা হয়, এখন পর্যন্ত রাশিয়ার ২১১টি ট্যাংক, ৮৬২টি সাঁজোয়া যান ৩৫৫টি যানবাহনসহ রাশিয়ার বেশকিছু সামরিক উপকরণ ধ্বংস করা হয়েছে।

যদিও এর আগে ইউক্রেনে হামলার ৬ দিনে ৬ হাজার রাশিয়ান সেনা নিহত হয়েছে বলেও দাবি করেছিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি।

তনি আরও হুঁশিয়ারি দেন, রাশিয়া কেবল বোমা মেরে আর বিমান হামলা চালিয়ে রাশিয়া ইউক্রেন দখল করতে পারবে না।