ফিলিপাইনের রাজধানী ম্যানিলার একটি বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় প্রায় ৮০ টি বাড়িঘর পুড়ে ছাই হয়ে গেছে। এ ঘটনায় ৬ শিশুসহ ৮ জনের মৃত্যু হয়েছে। খবর এএফপি’র।
সোমবার বার্তা সংস্থা এএফপি’র এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছেন দেশটির দমকল বাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তা গ্রেগ বিচায়দা।
তিনি জানিয়েছেন, স্থানীয় সময় সোমবার সকাল ৫ টার দিকে ফিলিপাইন বিশ্ববিদ্যালয়ের ভিতরে জনবহুল অস্থায়ী এক বস্তির ভেতর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বস্তির দোতলা একটি বাড়িতে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হয়েছে।
জনবহুল এলাকা হওয়ার আগুন নিয়ন্ত্রণে আনতে প্রায় দুই ঘণ্টা সময় লাগে। এ ব্যাপারে তদন্ত করা হচ্ছে বলে জানান তিনি।
বিচায়দা বলেছেন, আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় বাড়ির ভিতরে আটকে পড়ে ৮ জন মারা গেছে। তাদের নাম পরিচয় এখনও জানা যায়নি, তবে ৬ শিশু রয়েছে।