ফিলিপাইনে ঝড় মেগির আঘাতে ব্যাপক বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ১১৫ জনে দাঁড়িয়েছে।
সরকারি পরিসংখ্যানের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
দুর্যোগ কবলিত বিভিন্ন গ্রাম থেকে আরো লাশ উদ্ধার হওয়ায় মৃতের এ সংখ্যা বেড়ে যায়। নতুন করে উদ্ধার করা লাশগুলো কাদামাটির নিচে চাপা পড়া অবস্থায় ছিল।
এ দ্বীপ রাষ্ট্রে চলতি বছরের সবচেয়ে শক্তিশালী ঝড়ের আঘাতের প্রভাবে কয়েকদিন ধরে প্রবল বর্ষণ হয়। এতে এখনো অনেক মানুষ নিখোঁজ রয়েছে এবং এদের মৃত্যুর আশংকা করা হচ্ছে।
দেশটিতে প্রাকৃতিক দুর্যোগে হাজার হাজার লোক বিভিন্ন আশ্রয়কেন্দ্রে চলে যেতে বাধ্য হন।