ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এই ভূমিকম্পটির মাত্রা ছিল ৬.৭।
শনিবার ভারতীয় গণমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
জানা যায়, স্থানীয় সময় শনিবার ভোর ৪টা ৪৮ মিনিটে প্রধান দ্বীপ লুজন থেকে সৃষ্ট ভূমিকম্পটি ১১২ কিলোমিটার দূরত্ব পর্যন্ত আঘাত হানে। তবে ভূমিকম্পে এখন পর্যন্ত কোনো ধ্বংসযজ্ঞ কিংবা কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
এদিকে এর কিছুক্ষণ আগে একই অঞ্চলে ৫ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প আঘাত হানে।