প্রচ্ছদ ›› আন্তর্জাতিক

সৌদি আরবে পৌঁছেছে এবারের প্রথম বিদেশি হজ ফ্লাইট

ফুল, খেজুর, জমজমের পানি দিয়ে হাজিদের বরণ

আন্তর্জাতিক ডেস্ক
০৪ জুন ২০২২ ১৬:৫২:৫৩ | আপডেট: ২ years আগে
ফুল, খেজুর, জমজমের পানি দিয়ে হাজিদের বরণ

বিগত ২ বছর করোনা পরিস্থিতির কারণে বাংলাদেশসহ বিশ্বের অন্যান্য দেশ থেকে হজযাত্রীরা সৌদি আরবে যেতে পারেননি। সীমিত পরিসরে শুধুমাত্র দেশটিতে অবস্থিত দেশি-বিদেশিরা কঠোর স্বাস্থ্যবিধি মেনে হজপালনের সুযোগ পেয়েছেন।

কিন্তু এবার করোনা পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় তুলে নেয়া হয় বিধিনিষেধ। এরই মধ্যে এবারের প্রথম বিদেশি হজযাত্রীদের ফ্লাইট পৌঁছেছে সৌদি আরবের মদীনায়। এ সময় দেশটির সরকারের পক্ষ থেকে হাজযাত্রীদের ফুল, খেজুর ও জমজমের পানি উপহার দিয়ে বরণ করে নেয়া হয়। খবর সৌদি আরবের রাষ্ট্রীয় বার্তা সংস্থা এসপিএ’র।

আরও পড়ুন- ওমরাহ ভিসা মিলবে ২৪ ঘণ্টায়, ভিজিট ভিসার আদলে মেয়াদ ৩ মাস

করোনা পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় হজ ও ওমরাহ মন্ত্রণালয় জানিয়েছিল, এ বছর হজ করতে ইচ্ছুকদের জন্য নিবন্ধন উন্মুক্ত। আবেদনকারীদের অবশ্যই ৬৫ বছরের বেশি বয়সী হওয়া আবশ্যক নয়।

এ বছরের হজে ১০ লাখ হজযাত্রী অংশ নেবেন বলে আশা করছেন দেশটির হজ মন্ত্রী ডা. তৌফিক আল-রাবিয়া।