প্রথম দফা আলোচনা শেষ হয়েছে কোনো সিদ্ধান্ত ছাড়াই, যে কারণে ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন চলছেই। এ অবস্থায় বেলারুশের স্থানীয় সময় বুধবার সন্ধ্যায় ফের আলোচনায় বসতে যাচ্ছে রাশিয়া ও ইউক্রেনের প্রতিনিধিদল।
ইউক্রেনের প্রেডিসেন্টের কার্যালয়ের প্রধানের উপদেষ্টা আলেক্সি আরেস্তোভিচের বরাত দিয়ে এমন খবরই দিয়েছে রাশিয়ান সংবাদ সংস্থা তাস।
খবরে বলা হয়, ২ মার্চ রাশিয়ার সাথে দ্বিতীয় দফা আলোচনা অনুষ্ঠিত হবে, আগে যারা আলোচনায় অংশ নিয়েছিলেন, তারা এবারও বসবেন বৈঠকে।
আরেস্তোভিচের বলেন, “ইউক্রেন তার মাটি ধরে রাখবে।”
মঙ্গলবার, একটি রাশিয়ান সূত্র সংবাদ সংস্থা তাসকে জানিয়েছে, রাশিয়ান-ইউক্রেনীয় আলোচনার পরবর্তী রাউন্ড ২ মার্চ অনুষ্ঠিত হবে।
তাস এর তথ্যানুযায়ী, নতুন রাউন্ড বেলারুশের বেলোভেজহাসকায়ায় অনুষ্ঠিত হবে।