প্রচ্ছদ ›› আন্তর্জাতিক

ফের তেলের উৎপাদন কমানোর ঘোষণা সৌদির, বাড়বে দাম

আন্তর্জাতিক ডেস্ক
০৫ জুন ২০২৩ ১৩:২০:০৪ | আপডেট: ৯ মাস আগে
ফের তেলের উৎপাদন কমানোর ঘোষণা সৌদির, বাড়বে দাম
প্রতীকী ছবি

বিশ্ববাজারে প্রতিদিন ১০ লাখ ব্যারেল তেল কম পাঠানোর ঘোষণা দিয়েছে সৌদি আরব। জার্মান সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, দাম বাড়ানোর লক্ষ্যেই দেশটি রোববার এ ঘোষণা দিয়েছে।

দেশটির পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী জুলাই থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে। ওপেক ও এর সহযোগী দেশগুলোর ঘণ্টাব্যাপী বৈঠকের পর এ সিদ্ধান্তের কথা জানায় দেশটি।

ডয়চে ভেলের প্রতিবেদনে বলা হয়েছে, এ বৈঠককে অনেক গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হয়েছে। যেখানে রাশিয়া তেলের উৎপাদন ভারসাম্যের মধ্যে রাখতে চায় অন্যদিক সৌদি দাম বৃদ্ধি করতে চাইছে।

সৌদির জ্বালানি মন্ত্রী প্রিন্স আব্দুল আজিজ বিন সালমান জানিয়েছেন, জুলাই মাসের জন্য এটি হলেও আগামীতে তেল উৎপাদন আরও কমাতে হবে। বিশ্বব্যাপী তেলের দাম পড়তে থাকায় দাম স্থিতিশীল রাখতে এ সিদ্ধান্ত।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা বলছে, সৌদি আরবের পাশাপাশি ওপেক প্লাস ২০২৪ সাল থেকে দিনে আরও ১৪ লাখ ব্যারেল তেল উৎপাদন কমাবে। বিশেষজ্ঞদের শঙ্কা, এমন সিদ্ধান্তের ফলে বিশ্ববাজারে তেলের দাম বৃদ্ধি পাবে।

বিশ্বে অপরিশোধিত তেলের ৪০ শতাংশ তেল উৎপাদনকারী দেশগুলোর জোট ওপেক প্লাসের সদস্য ও এর সহযোগী দেশগুলো জোগান দিয়ে থাকে। তাই এসব দেশ তেলের উৎপাদন বাড়ানো বা কমানোর বিষয়ে কোনো সিদ্ধান্ত নিলে বিশ্ববাজারে তেলের মূল্যে প্রভাব পড়ে।

সোদি আরবের নতুন এ সিদ্ধান্ত ও তেলে দাম বৃদ্ধিতে রাশিয়া লাভবান হতে পারে। কেননা দেশটি তাদের তেল রপ্তানির নতুন গ্রাহক পেয়েছে। ভারত, চীন ও তুরস্ক এখন রাশিয়ার নতুন গ্রাহক।