আবারও ফিলিস্তিনে হামলা চালিয়েছে ইসরায়েল। স্থানীয় সময় বৃহস্পতিবার গভীর রাতে গাজা উপত্যকায় এ বিমান হামলা চালানো হয়।
ইসরাইলের সামরিক বাহিনীর এক বিবৃতিতে বলা হয়, গাজা উপত্যকা থেকে ইসরাইলি ভূখন্ডে আগ্নেয় বেলুন হামলা চালানো হয়। এ হামলার জবাবে ইসরাইলের সামরিক বাহিনী হামাসের বিভিন্ন অবস্থান লক্ষ্য করে বিমান ও রকেট হামলা চালায়।
ফিলিস্তিনে অবস্থানরত এএফপির সাংবাদিকরা জানিয়েছেন, তারা বার বার বিস্ফোরণের শব্দ শুনতে পেয়েছেন।
এর আগে গত মে মাসে ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে টানা ১১ দিন ব্যাপক সংঘর্ষ হয়। এরপর ২১ মে এ সংঘর্ষ থামে।