পেরুতে আবারও এক মাসের জন্য জরুরি অবস্থা ঘোষণা করেছেন দেশটির প্রেসিডেন্ট পেদ্রো কাস্টিলো। রাশিয়ার-ইউক্রেন আগ্রাসনের পর থেকেই দেশটিতে সব ধরনের খাদ্যদ্রব্য ও জ্বালানি তেলের দাম বাড়ার প্রতিবাদে চলমান বিক্ষোভ বন্ধ করতে এই জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। খবর আল-জাজিরার।
প্রতিবেদনে বলা হয়, ইউক্রেনে রাশিয়ার অভিযানের পর থেকে দেশটিতে বেড়ে গেছে সব ধরনের পণ্য ও জ্বালানি তেলের দাম। এরই প্রতিবাদে সপ্তাহব্যাপী শত শত ট্রাক শ্রমিক ও খামার শ্রমিকরা সারাদেশে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করছে। এছাড়াও রাশিয়ার উপর পশ্চিমা নিষেধাজ্ঞার ফলে তেল ও সারের সরবরাহ কমিয়ে দিয়েছে। যার ফলে পেরুর মতো নিম্ন অর্থনীতিক দেশগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে।
উল্লেখ্য, এর আগে গত মঙ্গলবার দেশটির পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জরুরি অবস্থা জারির পর পুলিশের সাথে ব্যাপক সংঘর্ষ হয় বিক্ষোভকারীদের। পরে জরুরি অবস্থা প্রত্যাহারের ঘোষণা দিলেও তা আবার জারি করলেন পেরুর প্রেসিডেন্ট।