প্রচ্ছদ ›› আন্তর্জাতিক

ফের শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া

আন্তর্জাতিক ডেস্ক
১৪ এপ্রিল ২০২৩ ২০:৪৭:২১ | আপডেট: ২ years আগে
ফের শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া
ভূমিকম্পে সময় আতঙ্কগ্রস্ত হয়ে রাস্তায় বের হয়ে আসে মানুষ। ছবি সংগৃহীত

ইন্দোনেশিয়ায় ৬ দশমিক ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। শুক্রবার স্থানীয় সময় ৩টা ২৫ মিনিটে দেশটির জাভা দ্বীপে এ ভূমিকম্প আঘাত হানে। তবে দেশটির ভূ-পদার্থবিজ্ঞান কর্তৃপক্ষ জানিয়েছে, ভূমিকম্প হলেও এর জের হিসেবে সুনামি হওয়ার আশঙ্কা নেই।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ইন্দোনেশিয়া জাভা দ্বীপের উত্তর উপকূলীয় শহর তুবানে, ভূ-পৃষ্ঠ থেকে ৬৩২ কিলোমিটার গভীরে। এটি তুবান, সুরবায়া, সামারাং ও বালিতেও অনুভূত হয় বলে জানিয়েছে ইন্দোনেশিয়ার দুর্যোগ সংস্থা।

অন্যদিকে দ্য ইউরোপিয়ান-মেডিটারেনিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) জানিয়েছে, ভূমিকম্পটির মাত্রা ছিল ৬ দশমিক ৫। ভূমিকম্পটি ভূপৃষ্ঠ থেকে ৫৯২ কিলোমিটার গভীরে উৎপন্ন হয়েছিল।

সুরবায়ার জেডব্লিউ ম্যারিয়ট হোটেলের এক কর্মকর্তা জানান, এখানে ভূমিকম্পের শক্তিশালী আঘাত অনুভূত হয়েছে। এর ফলে অতিথিদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়। ফোনে তিনি বলেন, ‘সব অতিথি হোটেলের বাইরে বের হয়ে আসেন। তবে কোনো ক্ষয়ক্ষতি হয়নি।‘

ইন্দোনেশিয়ার দুর্যোগ সংস্থার মুখপাত্র আব্দুল মুহারি ফোনে জানিয়েছেন, ভূমিকম্পের উৎপত্তিস্থল অনেক গভীরে হওয়ায় খুব বেশি ক্ষয়ক্ষতি হয়নি।

মুখপাত্র আরও জানিয়েছেন, সমুদ্রের নীচে ভূমিকম্প হলে সাধারণত সুনামির আশঙ্কা থাকে। তবে ভূমিকম্পটির উৎস অনেক সমুদ্রের নীচে গভীরে ছিল। তাই, এই ক্ষেত্রে সুনামি আসার কোও সম্ভাবনা নেই।

ইন্দোনেশিয়া তথাকথিত ‘প্যাসিফিক রিং অফ ফায়ার’-এর ওপর অবস্থিত। যা অত্যন্ত সক্রিয় একটি সিসমিক জোন, যেখানে পৃথিবীর ভূত্বকের বিভিন্ন প্লেট মিলিত হয় এবং প্রচুর সংখ্যক ভূমিকম্প ও আগ্নেয়গিরি তৈরি করে।