প্রচ্ছদ ›› আন্তর্জাতিক

ফের শীর্ষ ধনীর তকমা হারালেন ইলন মাস্ক

আন্তর্জাতিক ডেস্ক
০৩ মার্চ ২০২৩ ১২:১৯:৪৩ | আপডেট: ২ years আগে
ফের শীর্ষ ধনীর তকমা হারালেন ইলন মাস্ক
ইলন মাস্ক। পুরোনো ছবি

বিশ্বের শীর্ষ ধনীদের তালিকায় আবারও দ্বিতীয় স্থানে নেমে গেলেন মার্কিন ধনকুবের ইলন মাস্ক। মাস্ককে টপকে ফের এই তালিকায় শীর্ষে চলে এসেছেন লুই ভূঁইতো (এলভিএমএইচ)-এর সিইও বার্নাড আর্নল্ড। শুক্রবার ব্লুমবার্গের বিলিয়নিয়ার রিয়েল টাইম ইনডেক্স চার্ট থেকে এ তথ্য জানা যায়।

ব্লুমবার্গের হিসেব অনুযায়ী, শুক্রবার মাস্কের মোট সম্পদের পরিমাণ ছিল ১৭৬ বিলিয়ন মার্কিন ডলার। অন্যদিকে প্রথম স্থানে থাকা ফরাসি বিলাসপণ্য লুই ভূঁইতো (এলভিএমএইচ)-এর চেয়ারম্যান ও সিইও বার্নাড আর্নল্ডের মোট সম্পদের পরিমাণ ছিল ১৮৭ বিলিয়ন মার্কিন ডলার।

গত বছর মাস্কের টুইটার কেনার প্রসঙ্গে ব্যাপক বিতর্কের সৃষ্টি হয়। আর এ বিতর্কের সরাসরি প্রভাব পরে মাস্কের মালিকানাধীন প্রতিষ্ঠানগুলোর শেয়ারবাজারে। যার ফলে অল্প সময়েই শেয়ারবাজারে বড় অংকের অর্থ খুইয়েছিলেন মাস্ক। তবে ২০২৩ সালে প্রযুক্তি ও বৈদ্যুতিক গাড়ির ব্যবসায় ইতিবাচক ধারায় আবারও শেয়ারবাজারে সুবিধাজনক অবস্থায় ফিরছেন টেসলার সিইও। গত

বর্তমানে মাস্কের সম্পদের পরিমাণ প্রায় ১৭৬ বিলিয়ন ডলার হলেও দেড় বছর আগে প্রেক্ষাপট ছিল সম্পূর্ণ ভিন্ন। ২০২১ সালের নভেম্বর মাসে মাস্কের মোট সম্পদের পরিমাণ দাঁড়ায় ৩৪০ বিলিয়ন ডলারে! কিন্তু ২০২২ সালের ডিসেম্বরে টুইটারসহ নানা ইস্যুতে মাস্কের সম্পদের পরিমাণ নেমে আসে মাত্র ১৩৭ বিলিয়ন ডলারে।

এক বছরের ব্যবধানে প্রায় ২০০ মিলিয়ন সম্পদ খুইয়েছেন তিনি। এত কম সময়ে এত বেশি সম্পদ হারানোর রেকর্ড মাস্ক ছাড়া আর কারোই নেই।

এদিকে, বিশ্বের শীর্ষ ধনীর তালিকায় মাস্কে পরেই রয়েছেন ই-কমার্স জ্যায়ান্ট অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস, যার সম্পদের পরিমাণ ১১৬ বিলিয়ন ডলার। ১১৪ বিলিয়ন ডলারের সম্পদ নিয়ে তালিকায় চার নম্বরে রয়েছেন মাইক্রোসফট প্রতিষ্ঠাতা বিল গেটস।