ফ্রান্সের লিওঁ শহরের কাছে একটি অ্যাপার্টমেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে পাঁচ শিশুসহ ১০ জন নিহত হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে ফরাসি কর্মকর্তা জানান, ভয়াবহ অগ্নিকাণ্ডের কারণ খতিয়ে দেখা হচ্ছে।
রোন অঞ্চলের এক দপ্তর অনুযায়ী, ছোট শহরতলির ভলক্স-এন-ভেলিন এলাকায় আগুনে ১৪ জন আহত হয়। এর মধ্যে ৪ জনের অবস্থা গুরুতর। রাত ৩টায় আগুন লাগার কিছুক্ষণ পরেই প্রায় ১৭০ জন দমকলকর্মীরা আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
৪৩ হাজার বাসিন্দার শহর ভলক্স-এন-ভেলিন রোন অঞ্চলের সবচেয়ে দরিদ্র অঞ্চলগুলোর মধ্যে একটি। এর আগে ২০১৯ সালে প্যারিসে অগ্নিসংযোগের ঘটনায় ১০ জন নিহত ও ৩২ জন আহত হয়েছিলো। এটিই ফ্রান্সের ইতিহাসে সবচেয়ে মারাত্মক অগ্নিকাণ্ড ছিলো।