দ্বিতীয় মেয়াদে ফের ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন বর্তমান প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। গতকাল ২৪ এপ্রিলের নির্বাচনে নিকটতম প্রতিদ্বন্ধী কট্টর ডানপন্থী প্রার্থী মারিন লা পেনকে হারিয়ে আগামী ৫ বছরের জন্য প্রেসিডেন্ট নির্বাচিত হলেন তিনি।
নির্বাচনে ম্যাক্রোঁ পেয়েছেন ৫৮ দশমিক ৫৫ শতাংশ ভোট। আর প্রতিদ্বন্দ্বী মারিন লা পেন পেয়েছেন ৪১ দশমিক ৪৫ শতাংশ ভোট।
নির্বাচনে জয়ী হয়েই তিনি বলেন, ‘সবার প্রেসিডেন্ট হবো।’
দুই ধাপে অনুষ্ঠিত হয়েছে নির্বাচন। গত ১০ এপ্রিল প্রথম ধাপে ১২ জন (৮ জন পুরুষ ও ৪ জন নারী) প্রার্থী অংশ নেয়। এতে কোনও প্রার্থী এককভাবে সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় যে দু’জন বেশি ভোট পেয়েছিলেন তাদের মধ্যে দ্বিতীয় দফায় ভোট অনুষ্ঠিত হয়। এতে বর্তমান প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ দ্বিতীয় মেয়াদে নির্বাচিত হলেন।
জয়ের পর আইফেল টাওয়ারের বেদিতে সমর্থকদের উদ্দেশ্যে ইমানুয়েল ম্যাক্রোঁ বলেন, নির্বাচন শেষ হয়ে গেছে, তিনি সবার প্রেসিডেন্ট হবেন।
হেরে যাওয়ার পরেও মারিন লা পেন বলেন, তিনি যে ভোট পেয়েছেন সেটা একটা জয়ের চিহ্ন।
ম্যাক্রোঁর এ বিজয়ে স্বস্তি পেয়েছেন ইউরোপিয়ান নেতারা। কারণ, তাদের ভয় ছিল কট্টর ডানপন্থী প্রার্থীরা ইউরোপীয়ান ইউনিয়নের নীতি বিরোধী প্রস্তাব করবে।