প্রচ্ছদ ›› আন্তর্জাতিক

ফ্রান্সে সন্ত্রাসী হামলায় ১৩০ জনকে হত্যা, ২০ জনের সাজা

আন্তর্জাতিক ডেস্ক
৩০ জুন ২০২২ ১৩:০৫:৪২ | আপডেট: ২ years আগে
ফ্রান্সে সন্ত্রাসী হামলায় ১৩০ জনকে হত্যা, ২০ জনের সাজা

ফ্রান্সের রাজধানী প্যারিসে ২০১৫ সালের ভয়াবহ বন্দুক ও বোমা হামলায় সন্ত্রাস ও হত্যার ঘটনায় হামলাকারীদের মধ্যে বেঁচে থাকা একমাত্র ব্যক্তিকে আমৃত্যু কারাদণ্ড দেয়া হয়েছে, যা ফ্রান্সে বিরল।

ওই বন্দুক ও বোমা হামলায় ১৩০ জন নিহত হয়। দণ্ডপ্রাপ্ত ব্যক্তির নাম সালাহ আবদেসলাম। এ মামলায় আরও ১৯ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়া হয়েছে, যাদের মধ্যে ছয়জনের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, আধুনিক ফ্রান্সের ইতিহাসে সবচেয়ে বড় এ বিচারকাজ শুরু হয় গত বছরের সেপ্টেম্বরে।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ফ্রান্সে সবচেয়ে ন্যক্কারজনক হামলা মামলার শুনানিতে অংশ নিতে ৯ মাসের বেশি সময় প্যারিসের বিশেষ আদালতে হাজির হন ভুক্তভোগী, সাংবাদিক ও নিহত ব্যক্তিদের পরিবারের সদস্যরা।

২০১৫ সালের ১৩ নভেম্বর কয়েকটি বার, রেস্তোরাঁ, জাতীয় ফুটবল স্টেডিয়াম ও ব্যাতাক্লানের সংগীতানুষ্ঠানে হামলায় কয়েক শ মানুষ আহত হয়।

হামলা মামলার বিচারের শুরুতে আবদেসলাম নিজেকে তথাকথিত ইসলামিক স্টেটের (আইএস) ‘সেনা’ হিসেবে দাবি করেন। পরবর্তী সময়ে তিনি হতাহতদের কাছে ক্ষমা চেয়ে বলেন, তিনি খুনি নন। তাকে খুনের অভিযোগে দোষী সাব্যস্ত করা হবে অন্যায়।