যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের মায়ামিতে বহুতল ভবন ধসের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৮ জন। এ ঘটনায় নিখোঁজ রয়েছে আরও ১১৭ জন।
মঙ্গলবার মায়ামির অগ্নিনির্বাপক দলের সহকারী ফায়ার চিফ রেইড জাদাল্লাহর বরাত দিয়ে এসব তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
মায়ামির অগ্নিনির্বাপক দলের সহকারী ফায়ার চিফ রেইড জাদাল্লাহ জানান, নিহতের সংখ্যা বেড়ে ২৮ জনে দাঁড়িয়েছে। এছাড়া এখন পর্যন্ত আরও ১১৭ জন নিখোঁজ রয়েছেন।
এদিকে ভবন ধসের ১২তম দিনেও উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছেন উদ্ধারকর্মীরা। তবে তারা বলছেন, সময় যত গড়াচ্ছে, নিখোঁজ বাসিন্দাদের জীবিত উদ্ধারের আশাও তত ক্ষীণ হয়ে আসছে।
এরই মধ্যে ফ্লোরিডা উপকূলের দিকে হ্যারিকেন ঝড় ধেয়ে আসার পূর্বাভাস উদ্ধারকর্মীদের মধ্যে শঙ্কা সৃষ্টি করছে। হ্যারিকেন ঝড়ে উদ্ধার কাজ বাধাগ্রস্ত হতে পারে বলে আশঙ্কা করছেন তারা।
এর আগে গত ২৪ জুন মায়ামির সার্ফাইড এলাকায় 'কনডমিনিয়াম' নামের ১২তলা বিশিষ্ট একটি ভবন ধসে পড়ে। ধসে পড়া ভবনটি নির্মাণ করা হয়েছিল ১৯৮০ সালে। ভবনটিতে মোট ১৩০টি ইউনিট ছিল।
তবে ঠিক কী কারণে ভবনটির একটি অংশ ধসে পড়েছে তা এখনো নিশ্চিত করেনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এদিকে ধসে যাওয়া ভবনের একটি অংশ এখনো দাঁড়িয়ে রয়েছে।