মেক্সিকোতে বন্যায় একটি হাসপাতালের বিদ্যুৎ ও অক্সিজেন সরবরাহ বন্ধ হয়ে কমপক্ষে ১৭ রোগীর মৃত্যু হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে মেক্সিকো সরকার জানিয়েছে, মঙ্গলবার হিডালগো রাজ্যের তুলা শহরে ভারী বৃষ্টিপাতের পর একটি নদী উপচে পড়ার পর হাসপাতালটি প্লাবিত হয়েছে।
এ ঘটনায় শোক প্রকাশ করে দেশটির রাষ্ট্রপতি আন্দ্রেস ম্যানুয়েল লোপেজ ওব্রাদর এক টুইট বার্তায় লিখেন, হাসপাতালে ১৭ জন রোগীর মৃত্যুতে আমি খুবই দুঃখিত।
মেক্সিকান ইনস্টিটিউট অব সোশ্যাল সিকিউরিটির জেনারেল ডিরেক্টর জো রোবেলডো জানিয়েছেন, হাসপাতালটি কয়েক মিনিটের মধ্যেই প্লাবিত হয়ে গিয়েছিল এবং হাসপাতালের অক্সিজেন সরবরাহ ব্যাহত হয়েছিল।
হাসপাতালে চিকিৎসাধীন থাকা বাকি ৫৬ জন রোগীকে অন্য হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানা গেছে।
দেশটির গণমাধ্যম জানায়, মারা যাওয়া রোগীদের মধ্যে করোনাভাইরাসে আক্রান্ত রোগীরাও রয়েছে, যাদের বেঁচে থাকার জন্য অক্সিজেন প্রয়োজন ছিল।