প্রচ্ছদ ›› আন্তর্জাতিক

বলসোনারোকে সমর্থন দিলেন নেইমার

ক্রীড়া ডেস্ক
৩০ সেপ্টেম্বর ২০২২ ১৭:১৬:১৭ | আপডেট: ২ years আগে
বলসোনারোকে সমর্থন দিলেন নেইমার
সংগৃহীত

ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে জাইর বলসোনারোর প্রতি সমর্থন জানিয়েছেন দেশটির ফুটবল সুপারস্টার নেইমার।

বৃহস্পতিবার বলসোনারোর নির্বাচনী প্রচারণার গানের সঙ্গে নেচে একটি টিকটক ভিডিও পোস্ট করেছেন নেইমার।

বলসোনারোর নির্বাচনি গানে বলা হয়েছে,‘ভোট ভোট এবং বলসোনারোকে ভোট দিতে ২২ নম্বর দাবাও।’ এটি হচ্ছে ব্রাজিলের ইলেক্ট্রনিক ভোটিং মেশিনের একটি রেফারেন্স।

ব্রাজিল ও প্যারিস সেন্ট জার্মেইর এই স্ট্রাইকার ব্রাজিলের সবচেয়ে বিখ্যাত সেলিব্রেটি। সেই নেইমারই বলসোনারোর নির্বাচনী প্রার্থীতা নম্বর ২২ নিজের আঙ্গুলে বসিয়ে জিঙ্গেল নাচে মেতে উঠেন।

নেইমারের এই স্বীকৃতি পুনরায় টুইট করতে এক মুহুর্তও সময় নেননি বলসোনারো।

এর আগে রোববার মেরুকরণ নির্বাচনী ময়দানের বাইরে ছিলেন ৩০ বছর বয়সি নেইমার। যেখানে জনমত জরিপে এগিয়ে ছিলেন আরেক প্রার্থী লুলা। কিন্তু গত বুধবার রাষ্ট্রপতি ফুটবলারদের চ্যারিটেবল চিলড্রেন ফাউন্ডেশন পরিদর্শন করে আসার পর বলসোনারোর সমর্থনে এই ভিডিও বার্তা পাঠান নেইমার।