প্রচ্ছদ ›› আন্তর্জাতিক

বাঁধ বিধ্বস্তে একে অপরকে দুষছে ইউক্রেন-রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক
০৬ জুন ২০২৩ ১৪:২৪:০৫ | আপডেট: ১০ মাস আগে
বাঁধ বিধ্বস্তে একে অপরকে দুষছে ইউক্রেন-রাশিয়া
নোভা কাখোভকা বাঁধ। ছবি: সংগৃহীত

ইউক্রেনের সামরিক বাহিনী দাবি করেছে, দেশটির দক্ষিণাঞ্চলে বিশাল নোভা কাখোভকা বাঁধ উড়িয়ে দিয়েছে রাশিয়ান বাহিনী। তবে নোভা কাখোভকায় রুশ নিযুক্ত কর্মকর্তারা বলছেন, ইউক্রেনের বোমাবর্ষণে এটি বিধ্বস্ত হয়েছে।

কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

মঙ্গলবার ইউক্রেনের সশস্ত্র বাহিনী সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বলেছেন, রাশিয়ান দখলদার বাহিনী কাখোভকা বাঁধ উড়িয়ে দিয়েছে। ইউক্রেনের পক্ষ থেকে বলা হয়েছে, ধ্বংসের মাত্রা, পানির গতি ও আয়তন এবং প্লাবনের সম্ভাব্য এলাকাগুলো স্পষ্ট করা হচ্ছে।

খেরসনের সামরিক প্রশাসনের প্রধান ওলেকসান্দার প্রকুদিন বলেছেন, খেরসন অঞ্চলে ডান তীরে সংকটময় জোনে অন্তত ১৬ হাজার লোক আছেন। ইতিমধ্যে দিনিপ্র নদীসংলগ্ন আটটি এলাকা প্লাবিত হয়েছে বলে জানান তিনি।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি প্রতিবেদনে বলা হয়েছে, বাঁধ উড়িয়ে দেওয়ার কারণে এর মারাত্বক প্রভাব পড়বে। বিশেষ করে সেখানে নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার শঙ্কা আছে।

খেরসনের কর্তৃপক্ষ নিচু এলাকার বাসিন্দাদের দ্রুত সরিয়ে নেওয়ার সতর্ক করেছেন।

এদিকে বাঁধ বিধ্বস্তের ঘটনার পর জরুরি বৈঠক ডেকেছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। গত বছরের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরপর আজ পর্যন্ত টানা এক বছরের বেশি সময় ধরে চলছে ইউক্রেন রাশিয়া যুদ্ধ। এতে দুই পক্ষের বহু হতাহতের খবর পাওয়া যাচ্ছে। তবে যুদ্ধ বন্ধে এখন পর্যন্ত কোনো লক্ষণ নেই।