প্রচ্ছদ ›› আন্তর্জাতিক

বাংলাদেশসহ ১৪ দেশের নাগরিকদের আমিরাত ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহার

আন্তর্জাতিক ডেস্ক
১০ সেপ্টেম্বর ২০২১ ১৮:৫৮:৪৬ | আপডেট: ৩ years আগে
বাংলাদেশসহ ১৪ দেশের নাগরিকদের আমিরাত ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহার

বাংলাদেশসহ ১৪ দেশের নাগরিকদের ওপর থেকে ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নিয়েছে সংযুক্ত আরব আমিরাত। আগামী ১২ সেপ্টেম্বর থেকে এসব দেশের নাগরিকরা পুনরায় আমিরাতে যাওয়ার সুযোগ পাচ্ছেন।

শুক্রবার সংবাদসংস্থা রয়েটার্সের প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

এক ঘোষণায় আমিরাত সরকার জানিয়েছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদিত কোভিড প্রতিষেধক দুই ডোজ টিকা নিয়েই আমিরাতে ভ্রমণ করতে পারবেন ১৪ দেশের নাগরিক।

দেশগুলো হচ্ছে- বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল, শ্রীলঙ্কা, ভিয়েতনাম, নামিবিয়া, জাম্বিয়া, কঙ্গো, উগান্ডা, সিয়েরা লিওন, লাইবেরিয়া, দক্ষিণ আফ্রিকা, নাইজেরিয়া এবং আফগানিস্তান।

দুবাইয়ে আগামী ১ অক্টোবর থেকে এক্সপো ওয়ার্ল্ড ফেয়ার ২০২০ শুরু হওয়ার কথা। এ মেলায় অংশ নিতে দীর্ঘদিন ধরে প্রস্তুতি নিচ্ছেন ব্যবসায়ীরা। করোনা মহামারির কারণে বিলম্ব হয়। এক্সপো ২০২০ ওয়ার্ল্ড ফেয়ার দেশের অর্থনীতিতে ভূমিকা রাখবে বলে আশা করছে সরকার।