মাদক পাচারের সময় কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে ভারতীয় এক কিশোর গুলিবিদ্ধ হয়েছেন। শনিবার রাত ৮টার দিকে উপজেলার অনন্তপুর সীমান্তের ওপারে আন্তর্জাতিক ৯৪৬/৫ এস পিলারের কাছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আহত হন তিনি।
গুলিবিদ্ধ ওই কিশোরের নাম মো. মিলন মিয়া। তিনি ভারতের কুচবিহার জেলার সাহেবগঞ্জ থানার সীমান্তবর্তী শাহিদালের কুঠি গ্রামের মো. জগু আলমের ছেলে।
সীমান্তবাসী জানান, শনিবার রাতে মো. মিলন মিয়াকে মাদকসহ বাংলাদেশে প্রবেশের সময় ভারতীয় ১৯২ বিএসএফ ঝিকরি বিওপির টহলরত সদস্যরা তাকে দেখতে পায়। এ সময় তারা মিলনকে বাংলাদেশি ভেবে গুলি করে। এতে মিলন মারাত্মক আহত অবস্থায় গোপনে বাংলাদেশে তার নানাবাড়ি নাগেশ্বরী উপজেলার ভিতরবন্দ দোয়ালীপাড়া গ্রামের মকবুল হোসেনের বাড়িতে যান। পরে তার অবস্থার অবনতি হলে কুড়িগ্রাম সদর হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয় তাকে।
কুড়িগ্রাম সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. পুলক কুমার সরকার জানান, ভারতীয় ওই কিশোরের পাঁজরের ডান দিকে গুলিবিদ্ধ হয়েছে। ভোর ৪টায় তাকে জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। তাকে চিকিৎসা দেওয়া হয়েছে। বর্তমানে তার অবস্থা স্থিতিশীল রয়েছে। ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজীব কুমার রায় বিষয়টি বিজিবির কাছ থেকে জানতে পেরেছেন বলে নিশ্চিত করেছেন।
এ বিষয়ে বিজিবি লালমনিরহাট ১৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এসএম তৌহিদুল আলম বলেন, ‘আমরা বিষয়টি নিয়ে কাজ করছি। পরে প্রেস বিজ্ঞতির মাধ্যমে আপনাদের জানানো হবে।’