বাংলাদেশে বড় একটি রাজনৈতিক দলের বিক্ষোভকে কেন্দ্র করে সাংবাদিক ও মানবাধিকার কর্মীদের ওপর সহিংসতা থেকে বিরত থাকতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে হোয়াইট হাউস। খবর রয়টার্সের।
এ সময় সব পক্ষকে সহিংসতা থেকে বিরত থাকতে শুক্রবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের দপ্তর থেকে এই আহ্বান জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশে চলতি সপ্তাহে পুলিশের গুলি ও হামলায় একজন নিহত হয়েছে। সেই সাথে সাংবাদিক ও মানবাধিকার কর্মীসহ আহত হয়েছে অন্তত ৬০ জন। বিএনপির নেতাকর্মীদের আন্দোলনকে ছত্রভঙ্গ করতে গেলে এ ঘটনা ঘটে।
আরও পড়ুন- সমাবেশ ঘিরে রাজধানীতে ২০ হাজার পুলিশ মোতায়েন
ভয়েস অব আমেরিকার বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, রাজধানী ঢাকায় একটি সমাবেশ করার জন্য পরিকল্পনা করেছে বিএনপি। এতে প্রায় ১০ লাখ লোকের সমবেত হওয়ার কথা ছিল। কিন্তু সমাবেশ শুরু হওয়ার এক মাস আগে থেকেই দলটির প্রায় শতাধিক নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে পুলিশ।
যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার মুখপাত্র জন কিরবি বলেন, ‘ বাংলাদেশের চলতি পরিস্থিতি খুব কাছ থেকে পর্যবেক্ষণ করা হচ্ছে। তাই বাংলাদেশের নাগরিকদের ভয়ভীতি, হুমকি, হয়রানি ও সহিংসতামুক্ত শান্তিপূর্ণ বিক্ষোভে অংশ নেওয়ার অধিকারের দাবি যুক্তরাষ্ট্র অব্যাহতভাবে জানিয়ে আসছে।
তিনি বলেন, আমরা বাংলাদেশের সব দলকে সহিংসতা থেকে বিরত থাকার পাশাপাশি আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার জন্য আহ্বান জানিয়েছে। এছাড়া কোন দলকে যেন হুমকি-ধামকি এবং নির্যাতন না করে সে ব্যাপারেও সতর্ক করছে।
ওয়াশিংটন বাংলাদেশ সরকারকে ‘সহিংসতার প্রতিবেদন সম্পূর্ণরূপে, স্বচ্ছ ও নিরপেক্ষভাবে তদন্ত করার জন্য’ আহ্বান জানিয়েছে।