প্রচ্ছদ ›› আন্তর্জাতিক

বালিতে ৪.৮ মাত্রার ভূমিকম্পে নিহত ৩

আন্তর্জাতিক ডেস্ক
১৬ অক্টোবর ২০২১ ১৭:১২:০৬ | আপডেট: ৩ years আগে
বালিতে ৪.৮ মাত্রার ভূমিকম্পে নিহত ৩

ইন্দোনেশিয়ার বালি দ্বীপে ৪ দশমিক ৮ মাত্রার এক ভূমিকম্পে ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৭ জন। 

শনিবার আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। আজ ভোরে ভূমিকম্পটি আঘাত হানে। এ সময় আতঙ্কিত লোকজন ঘর থেকে বাইরে বেরিয়ে আসে।

করোনাভাইরাস মহামারির সময়ে বন্ধ থাকার পর মাত্র দুদিন আগেই দ্বীপটি পর্যটকদের জন্য খুলে যাওয়ার শুরুতেই ভূমিকম্পের ঘটনা ঘটলো।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ জানিয়েছে, ভূমিকম্পটির কেন্দ্র ছিল বালির বন্দর শহর সিংগারাজা থেকে ৬২ কিলোমিটার (৩৮.৫ মাইল) উত্তরপূর্বাঞ্চলে।

ভূমিকম্প হওয়ায় পরই আরও একটি আফটার শক অনুভূত হয়। এতে হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে জানায় কর্তৃপক্ষ। এর পর্যটন কেন্দ্র হওয়ায় আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো অঞ্চলটিতে।

দ্বীপের অনুসন্ধান ও উদ্ধারকারী সংস্থার প্রধান গেদে দারমাদা বলেন, এখনও ক্ষয়ক্ষতি ও হতাহতের বিষয়ে আপডেট সংগ্রহ করা হচ্ছে। তিনি বলেন, ভূমিকম্প আঘাতের পর সেখানে ভাঙা হাড় এবং মাথার ক্ষত দেখা গেছে।

ভয়াবহ ভূমিকম্পের ফলে পাহাড়ি জেলায় ভূমিধসের ঘটনা ঘটে, এতে কমপক্ষে দুইজন নিহত হয় এবং এতে কমপক্ষে তিনটি গ্রামে প্রবেশ বন্ধ হয়ে গেছে বলেও জানান তিনি।

তিনি বলেন, উপকেন্দ্রের নিকটতম এলাকা কারাঙ্গাসেমের ঘরবাড়ি ও মন্দির ভেঙে গেছে। ধ্বংসাবশেষ নিচে পড়ে তিন বছরের এক শিশুকে মারা গেছে।

করঙ্গাসেমের বুঙ্গা গ্রামের প্রধান আই নেঙ্গাহ কেরতাওয়া বলেন "আমাদের গ্রামের প্রায় ৬০ শতাংশ ঘর-বাড়ি  ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন আর সেখানে বসবাস করা যাবে না।"