প্রচ্ছদ ›› আন্তর্জাতিক

বিটকয়েনের রেকর্ড দরপতন

আন্তর্জাতিক ডেস্ক
১৯ জুন ২০২২ ১২:২৭:৪৩ | আপডেট: ২ years আগে
বিটকয়েনের রেকর্ড দরপতন

ডিজিটাল মুদ্রা বিটকয়েনের দরপতনের রেকর্ড সৃষ্টি হয়েছে। ১৮ মাসের মধ্যে এই প্রথম এর মূল্য ২০ হাজার মার্কিন ডলারের নিচে নেমে গেছে। খবর রয়টার্সের।

রোববার রয়টার্সের এক প্রতিবেদনে উঠে এসেছে, ক্রিপ্টোকারেন্সির বাজারের অভিমুখ নিম্নমুখী হয়ে পড়ায় এই দরপতন হয়েছে। বাজার মূল্যের দিক থেকে সবচেয়ে এগিয়ে থাকা বিটকয়েনের মূল্য শনিবার বিকেলে ১৩.৭ শতাংশেরও বেশি কমে যায়।

এতে করে এর মূল্য ১৭ হাজার ৫৯৩ ডলারে নেমে আসে। এর মাধ্যমেই গত ১৮ মাসে সবচেয়ে কম বাজারদরে পৌঁছেছে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় এই ক্রিপ্টোকারেন্সিটি।

সংবাদ সংস্থাটি জানায়, শুধু বিটকয়েন নয়, অন্যান্য ক্রিপ্টোকারেন্সি যেমন ইথিরিয়াম, সোলানা এবং বিএনবিও ব্যাপক ধসের সম্মুখীন হয়েছে। বিটকয়েনের পর সবচেয়ে জনপ্রিয় ক্রিপ্টোকারেন্সি ইথিরিয়াম। এই মুদ্রার বাজারদর এখন ১ হাজারের ঘরে। এটিও চলতি বছরে ৭৪ শতাংশ হ্রাস পেয়েছে।

২০২১ সালের জানুয়ারি মাসের পর থেকে প্রথমবারের মতো ক্রিপ্টোকারেন্সির সামগ্রিক বাজারমূল্য ১ ট্রিলিয়ন ডলারের নিচে নেমে গেছে। এই ধসের ফলে বিরাট ক্ষতির মুখোমুখি হয়েছেন সাধারণ বিনিয়োগকারীরা।