কৃষকদের তীব্র আন্দোলনের মুখে বিতর্কিত ৩ কৃষি আইন প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, শুক্রবার শিখ ধর্মের প্রবর্তক গুরু নানকের জন্মদিন উদযাপন উপলক্ষে এমন ঘোষণা দেন তিনি।
জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে মোদি বলেন, হয়তো আমাদের তপস্যায় কিছুর ঘাটতি ছিল, যে কারণে আমরা কিছু কৃষককে আইনটি সম্পর্কে বোঝাতে পারিনি। কিন্তু আজ প্রকাশ পর্ব, কাউকে দোষারোপ করার সময় নয়। আজ আমি দেশবাসীর উদ্দেশে বলতে চাই, আমরা ৩টি কৃষি প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছি।
তিনি আরও বলেন, আমি যা করেছি তা কৃষকদের জন্য। আমি যা করছি তা দেশের জন্য।
গত বছরের সেপ্টেম্বরে তিনটি কৃষি বিলে সংশোধন করে আইনে পরিণত হওয়ার পর থেকেই দিল্লি, পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ ও রাজস্থানে তুমুল প্রতিবাদ-বিক্ষোভ শুরু হয়। বিশেষত, পাঞ্জাবে সেই বিক্ষোভের আগুন তীব্র হতে থাকে। সড়ক-রেল অবরোধ ও আন্দোলনের মাধ্যমে কৃষি আইনের বিরুদ্ধে প্রতিবাদ জানায় কৃষক সংগঠনগুলো।
তাদের অভিযোগ, নতুন আইনের ফলে লোকসানের মুখে পড়বেন কৃষকেরা। ফসল নিয়ে তাদের দরাদরির ক্ষমতা কমে যাবে, প্রচলিত ন্যূনতম সহায়ক মূল্য (এমএসপি) পাওয়া থেকেও বঞ্চিত হবেন তারা। পাশাপাশি বেসরকারি ও বড় সংস্থাগুলোর কাছে কৃষিপণ্য মজুত রাখার রাস্তাও খুলে যাবে।