প্রচ্ছদ ›› আন্তর্জাতিক

বিদ্যুতের লাইনে রথের গাড়ি আটকে ১১ প্রাণহানি

আন্তর্জাতিক ডেস্ক
২৭ এপ্রিল ২০২২ ১১:৪১:৪৭ | আপডেট: ২ years আগে
বিদ্যুতের লাইনে রথের গাড়ি আটকে ১১ প্রাণহানি

ভারতের তামিলনাড়ুর থাঞ্জাভুর জেলার একটি মন্দিরে রথ শোভাযাত্রার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শিশুসহ অন্তত ১১ জনের প্রাণহানি হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১৫ জন। খবর এনডিটিভি’র।

বুধবার ভোরে এ ঘটনা ঘটে।

পুলিশ বলছে, রথ যাত্রার সময় মন্দিরের গাড়িতে তারা দাঁড়িয়ে ছিলেন। এ সময় কালিমেডুর অ্যাপার মাদাম মন্দিরে একটি উচ্চ-ট্রান্সমিশন লাইনের সংস্পর্শে এলে এ হাতাহতের ঘটনা ঘটে।

কর্মকর্তারা জানান, আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তিরুচিরাপল্লির সেন্ট্রাল জোনের পুলিশ মহাপরিদর্শক ভি বালাকৃষ্ণান বলেছেন, ‘এ বিষয়ে একটি মামলা দায়ের করা হয়েছে, তদন্ত চলছে।’

তামিলনাড়ুতে প্রতি বছর হাজার হাজার ভক্ত বার্ষিক রথ উৎসবে অংশগ্রহণ করেন।

রথ যাত্রায় এমন প্রাণহানি অপ্পার ম্যাডাম মন্দিরের আয়োজকদের সতর্কতামূলক ব্যবস্থা নিয়েই এখন প্রশ্ন উঠছে।

একজন সিনিয়র পুলিশ কর্মকর্তা বলেছেন, এ ধরনের ঘটনা এড়াতে সাধারণত মন্দিরের গাড়ির রুটে বিদ্যুৎ লাইন বন্ধ থাকে।

তিনি আরও জানান, পালকিটি উচ্চ বিদ্যুৎ সঞ্চালন লাইন স্পর্শ করার মতো যথেষ্ট উঁচু ছিল না, আর এ কারণেই বিদ্যুৎ সরবরাহ বন্ধ করা হয়নি। তবে ধারণা করা হচ্ছে, আলংকারিক কাঠামো পালকিটির উচ্চতা বাড়িয়েছে, যে কারণে পালকিটি বিদ্যুৎ লাইনের সংস্পর্শে এসেছিল।