ভারতের পশ্চিমবঙ্গে জল্পেশের মন্দিরে যাওয়ার পথে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ১০ পুণ্যার্থীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১৬জন। (খবর এনডিটিভি)
রোববার দিবাগত রাতে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় গণমাধ্যমগুলোর বরাত দিয়ে জানা যায়; কোচবিহারের শীতলকুচি থেকে ২৭ জনের একটি পুণ্যার্থীদল একটি পিক-আপ ভ্যানে করে জলপাইগুড়ির জল্পেশের শিব মন্দিরের উদ্দেশে যাচ্ছিলেন। সেসময় গাড়িতে ডিজেও চলছিল। পুণ্যর্থীদের গাড়িটি চ্যাংড়া বান্ধার ধরলা নদীর সেতু পার হবার সময় ওই ঘটনা ঘটে। সেসময় বেশ কয়জন পুণ্যার্থী অচেতন হয়ে পড়ায় চালক পিক-আপ ভ্যানটি নিয়ে চ্যাংড়া বান্ধা হাসপাতালে যান। সেখানেই ১০ জনকে মৃত ঘোষণা করে চিকিৎসক। আহতরা জানান; গাড়ির জেনারেটর থেকে শর্ট সার্কিট হয়ে এ ঘটনা ঘটেছে।
মাথাভাঙার অতিরিক্ত পুলিশ সুপার অমিত বর্মা জানান, গাড়িতে থাকা জেনারেটরটি দিয়ে ডিজে বাজানো হচ্ছিল। সেই জেনারেটরটি কোনও ভাবে শর্ট সার্কিট হয়ে গিয়ে এই ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে। ওই ঘটনার পর আহতদের চ্যাংড়া বান্ধা হাসপাতালে নেয়া হলে ১০ জনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
আহত ১৬ জনকে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।