কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইনটেলিজেন্সের (এআই) ‘গডফাদার’ হিসেবে পরিচিত জেফ্রি হিনটন গুগলের চাকরি ছাড়ার কথা সোমবার নিশ্চিত করেছেন। সেইসঙ্গে তিনি এইআই নিয়ে বিপদ সংকতের কথা জানিয়েছেন। খবর বিবিসি ও সিএনএনের।
এক বিবৃতিতে ৭৫ বছর বয়সী হিনটন নিউ ইয়র্ক টাইমসকে বলেন, এআই-এর উন্নয়নে তিনি যে কাজ করেছেন সেজন্য এখন তিনি অনুতপ্ত। সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে তিনি জানান, গুগলে তিনি চাকরি ছেড়েছেন যেন এআই-এর ঝুঁকি সম্পর্কে স্বাধীনভাবে কথা বলতে পারেন।
এ ছাড়া বিবিসিকে জেফ্রি হিনটন বলেন, এআই চ্যাটবট থেকে কিছু বিপদ হতে পারে।। আমি যত দূর বলতে পারি এখন এআই চ্যাটবট আমাদের চেয়ে বেশি বুদ্ধি রাখে না।
সোমবার বিবিসিকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, কী বিপদ ঘটতে পারে সে সম্পর্কে আমি এখন স্বাধীনভাবে কথা বলতে পারব। এর মধ্যে কিছু বেশ ভয়ঙ্কর। এখন পর্যন্ত আমি বলতে পারি এআই আমাদের থেকে বেশি বুদ্ধিমান না কিন্তু আমার মনে হয় শিগগিরই তারা আমাদের ছাড়িয়ে যাবে।
তিনি বিবিসিকে আরও বলেছেন, এআই চ্যাটবটগুলো এখন এমন বিপজ্জনক মাত্রায় বুদ্ধিমান হয়ে উঠেছে, যা রীতিমত ‘আতঙ্ক জাগানোর মতো’।
ব্রিটিশ-কানাডিয়ান কগনিটিভ সাইকোলজিস্ট ও কম্পিউটার বিজ্ঞানী জেফ্রি হিনটন নিউ ইয়র্ক টাইমসের নিবন্ধে সেইসব ‘দুষ্ট লোকের’ বিষয়েও সতর্ক করেছেন, যারা খারাপ কাজে এআই ব্যবহার করতে পারে।
তবে চাকরি ছাড়ার বিষয়ে বয়সকেও কারণ হিসেবে উল্লেখ করেছেন। তিনি বলেন, আমার এখন ৭৫, এখন আমার অবসরে যাওয়া উচিত।