প্রচ্ছদ ›› আন্তর্জাতিক

বরিস জনসনের ঋণ নিয়ে ক্ষোভ

বিবিসি চেয়ারম্যান রিচার্ড শার্পের পদত্যাগ

আন্তর্জাতিক ডেস্ক
২৮ এপ্রিল ২০২৩ ১৭:৩৩:২৪ | আপডেট: ১ year আগে
বিবিসি চেয়ারম্যান রিচার্ড শার্পের পদত্যাগ
রিচার্ড শার্প

অবশেষে পদত্যাগ করলেন সংবাদমাধ্যম ব্রিটিশ ব্রডকাস্টিং করপোরেশনের (বিবিসি) চেয়ারম্যান রিচার্ড শার্প।

শুক্রবার তিনি পদত্যাগ করেন বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি ও বার্তাসংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী বরিস জনসনকে রিচার্ড শার্প নিয়ম ভঙ্গ করে ঋণ পেতে সহযোগিতা করেছিলেন- একটি নিরপেক্ষ তদন্তে এমন তথ্য উঠে আসার পর তিনি পদত্যাগের ঘোষণা দিলেন।

বার্তা সংস্থা এএফপি বলছে, দেশটির স্থানীয় সময় শুক্রবার রিচার্ড শার্প পদত্যাগপত্র জমা দেন। প্রতিবেদনে বলা হয়েছে, পদত্যাগপত্রে শার্প নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ একরকম স্বীকার করে নিয়েছেন।

এ বিষয়ে শার্প বলেন, আমি মনে করি যে শেষ পর্যন্ত আমার পদে থাকলে, তা করপোরেশনের ভালো কাজের জন্য বাধা হতে পারে।