প্রচ্ছদ ›› আন্তর্জাতিক

বিশ্বজুড়ে করোনায় মৃত্যু ছাড়িয়েছে ৩১ লাখ

আন্তর্জাতিক ডেস্ক
২৭ এপ্রিল ২০২১ ১১:১৩:২৮ | আপডেট: ৩ years আগে
বিশ্বজুড়ে করোনায় মৃত্যু ছাড়িয়েছে ৩১ লাখ

গত ২৪ ঘণ্টায় নতুন আরও ১০ হাজার জনের মৃত্যু হয়ে করোনাভাইরাসে মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ৩১ লাখ ৩৩ হাজারে।

এর মধ্যে সবচেয়ে বেশি প্রাণহানির ঘটনা ঘটেছে ব্রাজিলে। ১৩০০ জনের মৃত্যু যোগ হয়ে এই সংখ্যা দাঁড়িয়েছে ৩ লাখ ৯২ হাজারের ওপরে। প্রতিবেশী দেশ ভারতে দৈনিক মৃতের সংখ্যা আড়াই হাজারের বেশি। দেশটিতে এখন পর্যন্ত ১ লাখ ৯৭ হাজার ৮৮০ জন মারা গেছে।

যুক্তরাষ্ট্রে নতুন করে ৪৬ হাজারের বেশি মানুষের দেহে করোনার সংক্রমণ দেখা দিয়েছে। দেশটিতে এক দিনেই মারা গেছে ৪২৭ জন। ইরানে গত ২৪ ঘণ্টায় পাঁচশ’র বেশি লোক মারা গেছে। শনাক্ত ২১ হাজারের বেশি। তুরস্কে ৩৭ হাজারের ওপর মানুষের করোনা শনাক্ত হয়েছে; প্রাণহানি সাড়ে ৩০০।

বাংলাদেশে গতকাল পর্যন্ত মৃত্যুর সংখ্যা ১১ হাজার ১৫০ জন। আক্রান্ত সাত লাখ ৪৮ হাজার ৬২৮ জন। সুস্থ হয়েছেন ৪ হাজার ২৪১ জন।

পুরো বিশ্বে নতুন আরও ৬ লাখ ৬৮ হাজারের ওপর মানুষের দেহে মিলেছে ভাইরাসটি। মোট সংক্রমিত ১৪ কোটি ৮৫ লাখের মতো।