প্রচ্ছদ ›› আন্তর্জাতিক

বিশ্বজুড়ে ৩০ দিনে সর্বনিম্ন মৃৃত্যুর রেকর্ড

টিবিপি ডেস্ক
১৪ ফেব্রুয়ারি ২০২২ ০৯:৫৪:৫১ | আপডেট: ২ years আগে
বিশ্বজুড়ে ৩০ দিনে সর্বনিম্ন মৃৃত্যুর রেকর্ড

বিশ্বজুড়ে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসের সংক্রমণ-মৃত্যু কমেছে। গত ২ মাসের মধ্যে সর্বনিম্ন সংক্রমণ ও ১ মাসের মধ্যে সর্বনিম্ন মৃৃত্যুর রেকর্ড করা হয়েছে।

গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে সংক্রমিত হয়েছে ১৩ লাখ ২৬ হাজার ৮৩৬ জন। এসময় মৃত্যু হয়েছে প্রায় ৫ হাজার ৪৪৯ জনের।

এর আগে গত বছরের ২৮ ডিসেম্বর ১৩ লাখের অধিক মানুষ করোনাভাইরাসে সংক্রমিত হয়েছিল। পরের দিন এ সংখ্যা বেড়ে ১৬ লাখে দাঁড়ালে গত দুইমাসের মধ্যে আজ সর্বনিম্ন সংক্রমণের তথ্য দিয়েছে ওয়ার্ল্ডোমিটার। এ বছরের জানুয়ারির ২ তারিখে মৃত্যু তিন হাজারে দাঁড়িয়েছিল। পরে করোনাভাইরাসে মৃত্যুর সংখ্যা ক্রমান্বয়ে বাড়তে থাকলে আজ আবার আগের দিনের তুলনায় মৃত্যু অনেকাংশে কমেছে।

রোববার ৭ হাজার ৭১৮ জনের মৃত্যুর তথ্য দিয়েছিল ওয়ার্ল্ডোমিটার।

ওয়ার্ল্ডোমিটারের তথ্য বলছে, রোববার সকাল ৯ টা পর্যন্ত বিশ্বে করোনায় মোট আক্রান্ত হয়েছেন ৪১ কোটি ২১ লাখ ৭১ হাজার ৬৬৭ জন এবং মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫৮ লাখ ৩৪ হাজার ৯৫ জনে। আর সুস্থ হয়েছেন ৩৩ কোটি ২৭ লাখ ৩ হাজার ৯৪০ জন।

২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যুর ঘটনা ঘটেছে রাশিয়ায়। এই সময়ের মধ্যে দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৭০৬ জন এবং নতুন করে শনাক্ত ১ লাখ ৯৭ হাজার ৯৪৯ জন।

সংক্রমণ বিবেচনায় দ্বিতীয় অবস্থানে রয়েছে জার্মানি। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় সংক্রমিত হয়েছেন ১ লাখ ৮ হাজার ২১৬ জন। নতুন করে করোনায় মারা গেছেন ৪৭ জন।

তৃতীয় অবস্থানে থাকা ফ্রান্সে করোনাভাইরাসে নতুন করে ৮৬ হাজার ৫৬২ জন আক্রান্ত হয়েছেন। গত ২৪ ঘন্টায় দেশটিতে ১০৭ জনের মৃত্যু হয়েছে।

সংক্রমণ বিবেচনায় চতুর্থ অবস্থানে থাকা তুরস্কে নতুন করে ৭৩ হাজার ৭৮৭ জন মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন এবং মারা গেছেন ২৭৬ জন।

পঞ্চম অবস্থানে থাকা ব্রাজিলে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৫৭ হাজার ২৮৮ জন এবং মারা গেছেন ৩২৫ জন।

যুক্তরাষ্ট্রে করোনা সংক্রমণ অনেকাংশে কমে গেছে। দেশটিতে নতুন করে করোনা সংক্রমিত হয়েছে ৩১ হাজার ৬৫২ জন এবং মারা গেছেন ৪৬৭ জন।

মৃত্যু বিবেচনায় রাশিয়ার পরের অবস্থানে রয়েছে মেক্সিকো। দেশটিতে গত ২৪ ঘন্টায় ৫৭৯ জন মারা গেছেন।

ভারতে গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৩৭৮ জন এবং নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ৩৩ হাজার ২৯১ জন।