প্রচ্ছদ ›› আন্তর্জাতিক

বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট হলেন ভারতীয় বংশোদ্ভূত অজয় বাঙ্গা

আন্তর্জাতিক ডেস্ক
০৪ মে ২০২৩ ১৩:৪০:৫৭ | আপডেট: ১ year আগে
বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট হলেন ভারতীয় বংশোদ্ভূত অজয় বাঙ্গা
অজয় বাঙ্গা (সংগৃহীত ছবি)

মাস্টারকার্ডের সাবেক সিইও ভারতীয়-মার্কিনি অজয় বাঙ্গাই বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। ব্যাংকটির ২৫ সদস্যের নির্বাহী বোর্ড তাকে আগামী পাঁচ বছরের জন্য প্রেসিডেন্ট পদে নির্বাচিত করেছে। খবর বিবিসির।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের মনোনীত প্রার্থী ছিলেন অজয় বাঙ্গা। তিনি প্রথম ভারতীয়-আমেরিকান ও শিখ আমেরিকান হিসেবে বিশ্ব ব্যাকের শীর্ষপদে আসীন হলেন।

বিশ্বব্যাংকের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ২ জুন থেকে অজয় বাঙ্গার কার্যকাল শুরু হবে। তিনি ডেভিড ম্যালপাসে স্থলাভিষিক্ত হচ্ছেন। ম্যালপাসের শেষ কার্যদিবস ১ জুন। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ২০১৯ সালে মনোনীত প্রার্থী ছিলেন ম্যালপাস।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, গত ফেব্রুয়ারিতে বাইডেন বিশ্বব্যাংকের নেতৃত্ব দেওয়ার জন্য অজয় বাঙ্গাকে মনোনীত করার ঘোষণা দেন। তিনি সেই সময় বলেছিলেন, ইতিহাসের এই সংকটময় মুহূর্তে বৈশ্বিক প্রতিষ্ঠানের নেতৃত্ব দেওয়ার জন্য অজয় সুসজ্জিত।

খবরে বলা হয়েছে, বিশ্বব্যাংক বোর্ড সদস্যরা গত সোমবার চার ঘণ্টা ধরে অজয় বাঙ্গার সাক্ষাৎকার নেন। এরপর তাকে প্রেসিডেন্ট পদে নির্বাচিত করা হয়। জানা যায়, বোর্ড সদস্যদের ২৪ জনই অজয় বাঙ্গার পক্ষে ভোট দিয়েছে। শুধুমাত্র রাশিয়া ভোটদানে বিরত ছিল।

১৯৫৯ সালে ভারতে মহারাষ্ট্রের পুণেতে শিখ পরিবারে জন্মগ্রহণ করেন বাঙ্গা। দিল্লির সেন্ট স্টিফেনস কলেজ থেকে অর্থনীতিতে স্নাতক শেষ করেন। এরপর আইআইএম আহমেদাবাদ থেকে এমবিএ করেন।