প্রচ্ছদ ›› আন্তর্জাতিক

বিশ্বে একদিনে আরও ৫ লাখের বেশি শনাক্ত

আন্তর্জাতিক ডেস্ক
৩১ আগস্ট ২০২১ ০৯:৩২:০৯ | আপডেট: ৩ years আগে
বিশ্বে একদিনে আরও ৫ লাখের বেশি শনাক্ত

বিশ্বব্যাপী বেড়েই চলছে করোনাভাইরাসের সংক্রমণ। সেই সঙ্গে লম্বা হচ্ছে মৃত্যুর মিছিলও। গত ২৪ ঘণ্টায় প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বজুড়ে প্রাণ হারিয়েছেন আরও ৭ হাজার ৫৮৫ জন। একই সময় করোনা আক্রান্ত হিসেবে নতুন করে শনাক্ত হয়েছেন আরও ৫ লাখ ২০ হাজার ৩৫২ জন।  

মঙ্গলবার আন্তর্জাতিক পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার থেকে এসব তথ্য জানা যায়।

ওয়ার্ল্ডোমিটার থেকে পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, করোনায় আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাড়িয়েছে ৪৫ লাখ ২৩ হাজার ৯৯৮ জনে।

এদিকে বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে এখন পর্যন্ত শনাক্ত হয়েছেন মোট ২১ কোটি ৭৯ লাখ ১৯ হাজার ৮০৪ জন। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৯ কোটি ৪৭ লাখ ৯৫ হাজার ৯৭৭ জন। 

২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর গত বছরের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে। এর আগে একই বছরের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে সংস্থাটি।