প্রচ্ছদ ›› আন্তর্জাতিক

বিশ্বে কমেছে করোনার সংক্রমণ ও মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
০৩ অক্টোবর ২০২১ ০৯:১৬:৩১ | আপডেট: ৩ years আগে
বিশ্বে কমেছে করোনার সংক্রমণ ও মৃত্যু

সারাবিশ্বে কিছুটা কমেছে করোনাভাইরাসের সংক্রমণ ও মৃত্যু। ২৪ ঘণ্টায় এ ভাইরাসে আরও ৫ হাজার ৬৯০ জনের মৃত্যু হয়েছে। নতুন করে আক্রান্ত হয়েছেন আরও ৩ লাখ ৪৯ হাজার ৭৪২ জন। এছাড়া নতুন করে সুস্থ হয়েছেন ৪ লাখ ১২ হাজার ১৬৪ জন।

রোববার সকাল পর্যন্ত ওয়ার্ল্ডোমিটার এ পরিসংখ্যান দিয়েছে।

এর আগের ২৪ ঘণ্টায় সারাবিশ্বে করোনায় ৭ হাজার ৩৩৪ জনের মৃত্যু হয়। এ সময়ে নতুন করে আক্রান্ত হয় ৪ লাখ ৭০ হাজার ৯৫৮ জন।

ওয়েবসাইটটির সর্বশেষ তথ্যানুযায়ী, বিশ্বে এখন পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৪৮ লাখ ১১ হাজার ৫৬৩ জনের। আর মোট আক্রান্ত হয়েছেন ২৩ কোটি ৫৪ লাখ ১৭ হাজার চারজন। এর মধ্যে সুস্থ হয়েছেন ২১ কোটি ২২ লাখ ২৬ হাজার ৭২০ জন।

এখন পর্যন্ত করোনায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন চার কোটি ৪৪ লাখ ৯০ হাজার ৮৯৭ জন। এখন পর্যন্ত মারা গেছেন সাত লাখ ১৯ হাজার ৯৮৪ জন। আর সেরে উঠেছেন তিন কোটি ৩৯ লাখ ১৭ হাজার ৯৫৯ জন।

তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারত। দেশটিতে এখন পর্যন্ত সংক্রমিত হয়েছেন তিন কোটি ৩৮ লাখ ১২ হাজার ৫৫৯ জন। এর মধ্যে মারা গেছেন চার লাখ ৪৮ হাজার ৮৪৬ জন। আর সুস্থ হয়েছেন তিন কোটি ৩০ লাখ ৮৬ হাজার ২৫ জন।

তালিকার তৃতীয় অবস্থানে থাকা ল্যাটিন আমেরিকার দেশ ব্রাজিলে সংক্রমিতের সংখ্যা দুই কোটি ১৪ লাখ ৫৯ হাজার ১১৭ জন। এর মধ্যে পাঁচ লাখ ৯৭ হাজার ৭৪৯ জন মারা গেছেন। আর সেরে উঠেছেন দুই কোটি চার লাখ ৩৬ হাজার ১২৭ জন।

তালিকায় এরপরের স্থানগুলোতে রয়েছে যথাক্রমে যুক্তরাজ্য, রাশিয়া, তুরস্ক, ফ্রান্স, ইরান, আর্জেন্টিনা, স্পেন, কলম্বিয়া ও ইতালি।

তালিকায় বাংলাদেশের অবস্থান এখন ২৯ নম্বরে। দেশে এখন পর্যন্ত করোনা রোগী শনাক্ত হয়েছে ১৫ লাখ ৫৭ হাজার ৩৪৭ জন। তাদের মধ্যে মারা গেছেন ২৭ হাজার ৫৫৫ জন। আর ১৫ লাখ ১৭ হাজার ৬৪২ জন সুস্থ হয়ে উঠেছেন।