প্রচ্ছদ ›› আন্তর্জাতিক

বিশ্বে করোনায় আক্রান্তের সংখ্যা ৬৯ কোটি ছাড়িয়েছে

আন্তর্জাতিক ডেস্ক
২৭ জুন ২০২৩ ১৪:২৭:৪৩ | আপডেট: ২ years আগে
বিশ্বে করোনায় আক্রান্তের সংখ্যা ৬৯ কোটি ছাড়িয়েছে

বিশ্বে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৬৯ কোটি ছাড়িয়েছে।

সর্বশেষ বৈশ্বিক পরিসংখ্যান অনুসারে, মঙ্গলবার সকাল ১১টা পর্যন্ত বিশ্বব্যাপী করোনায় মোট আক্রান্তের সংখ্যা ৬৯ কোটি ৮ লাখ ৫৭ হাজার ৬৮৫ জনে পৌঁছেছে। এছাড়া এ ভাইরাসে মৃতের সংখ্যা ৬৮ লাখ ৯৪ হাজার ৫৬১ জনে দাঁড়িয়েছে।

করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত শনাক্তের সংখ্যা ১০ কোটি ৭২ লাখ ৮৩ হাজার ৯৪১ জন এবং মোট মৃত্যুবরণ করেছে ১১ লাখ ৬৭ হাজার ৮৩২ জন। মৃত ও আক্রান্তে শীর্ষে রয়েছে দেশটি।

বাংলাদেশের প্রতিবেশি দেশ ভারতে মোট শনাক্ত হয়েছে ৪ কোটি ৪৯ লাখ ৯৩ হাজার ৯৯৯ জন এবং একই সময়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ লাখ ৩১ হাজার ৯০৩ জনে।

আক্রান্তের সংখ্যায় তৃতীয় অবস্থানে আছে ফ্রান্স। দেশটিতে এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে ৪ কোটি ১ লাখ ৩৩ হাজার ৫২০ জন এবং মারা গেছে ১ লাখ ৬৭ হাজার ৬১৬ জন।

বাংলাদেশের প্রতিবেশি দেশ ভারতে মোট শনাক্ত হয়েছে ৪ কোটি ৪৯ লাখ ৯৩ হাজার ৯৯৯ জন এবং একই সময়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ লাখ ৩১ হাজার ৯০৩ জনে।

আক্রান্তের সংখ্যায় তৃতীয় অবস্থানে আছে ফ্রান্স। দেশটিতে এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে ৪ কোটি ১ লাখ ৩৩ হাজার ৫২০জন এবং মারা গেছে ১ লাখ ৬৭ হাজার ৬১৬ জন।

বাংলাদেশের পরিস্থিতি

দেশে সোমবার (২৬ জুন) সকাল ৮টা পর্যন্ত পূর্বের ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কোনো মৃত্যু হয়নি। এ সময় নতুন করে ১১০ জনের শরীরে এ ভাইরাস শনাক্ত হয়েছে। এখন পর্যন্ত দেশে করোনায় ২৯ হাজার ৪৬১ জনের মৃত্যু হয়েছে এবং শনাক্তের সংখ্যা ২০ লাখ ৪২ হাজার ৩৬২ জনে পৌঁছেছে।