প্রচ্ছদ ›› আন্তর্জাতিক

বিশ্বে করোনায় আরও সাড়ে ৭ হাজার মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক
১৪ অক্টোবর ২০২১ ০৯:৩৮:২৮ | আপডেট: ৩ years আগে
বিশ্বে করোনায় আরও সাড়ে ৭ হাজার মৃত্যু

বিশ্বব্যাপী বেড়েই চলছে করোনাভাইরাসের সংক্রমণ। সেই সঙ্গে লম্বা হচ্ছে মৃত্যুর মিছিলও। গত ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে করোনা আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন ৭ হাজার ৫০৬ জন।

একই সময় করোনায় আক্রান্ত হিসেবে নতুন করে শনাক্ত হয়েছেন ৪ লাখ ৪০ হাজার ৫৩৫ জন। এসময় সুস্থ হয়ে উঠেছেন ৪ লাখ ৩০ হাজার ৮০৪ জন।

বৃহস্পতিবার আন্তর্জাতিক পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার থেকে এসব তথ্য জানা যায়।

ওয়ার্ল্ডোমিটার থেকে পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাড়িয়েছে ৪৮ লাখ ৮৯ হাজার ৩১১ জন।

এদিকে বিশ্বজুড়ে করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে এখন পর্যন্ত শনাক্ত হয়েছেন ২৩ কোটি ৯৯ লাখ ৩২ হাজার ৩৭৫ জন। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২১ কোটি ৭২ লাখ ৬৬ হাজার ১৮১ জন।

ওয়ার্ল্ডোমিটারের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, গতকালের চেয়ে সর্বশেষ ২৪ ঘণ্টায় দৈনিক সংক্রমণ এবং দৈনিক মৃত্যু কিছুটা বেড়েছে।

আগেরদিন বিশ্বজুড়ে করোনায় প্রাণ হারিয়েছেন ৬ হাজার ৮৮৫ জন। এদিন আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছিলেন ৪ লাখ ৮৬ জন।